ঢাকা, ৫ মে ২০২৫, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ৬ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

গুচ্ছের বি ইউনিটের ফল প্রকাশ: সর্বোচ্চ নাম্বার ৮৬.৫০, সর্বনিম্ন মাইনাস ১১

মাভাবিপ্রবি প্রতিনিধি

(৩ ঘন্টা আগে) ৫ মে ২০২৫, সোমবার, ৫:৩০ অপরাহ্ন

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আজ ৫ মে, ২০২৫ তারিখ বিকেল  ৩টা ৪৫ মিনিটে   প্রকাশিত হয়েছে। ফলাফল ওয়েবসাইট: gstadmisson.ac.bd -এ  পরীক্ষার্থী লগইন করে জানতে পারবে। 

‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ৬৭ হাজার ৬ শ ২৮ জন শিক্ষার্থীর মধ্যে কৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ৩১ হাজার ৬ শত  ৪১  জন অর্থাৎ ৪৬. ৭৯  শতাংশ।

‘বি’ ইউনিটের পরীক্ষায় আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা ছিল ৭২,০৬২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ৬৭ হাজার ৬শ ২৮ জন অর্থাৎ ৯৩.৮৫ শতাংশ এবং অনুপস্থিতির সংখ্যা  ৪ হাজার ৪ শ ৩৪ জন অর্থাৎ ৬.১৫ শতাংশ। ওএমআর বাতিলের সংখ্যা ১১ টি। অকৃতকার্যের সংখ্যা ৩৫ হাজার ৯শ ৭০ জন (শতকরা ৫৩.১৯)। 

আজ  ৫ মে  বিকেলে  গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির  সভা শেষে  কমিটির আহবায়ক  এ তথ্য জানান ।পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম প্রেস ব্রিফিং এ জানান, গুচ্ছের বি ইউনিটের ফল প্রকাশ: সর্বোচ্চ নাম্বার ৮৬.৫০, সর্বনিম্ন  মাইনাস ১১।

উল্লেখ্য, গত ২ মে, ২০২৫ (শুক্রবার) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। জিএসটি গুচ্ছভুক্ত  বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৯ মে, ২০২৫ তারিখে  অনুষ্ঠিত হবে।
 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status