অনলাইন
আদালত আমাদের সেকেন্ড হোম হয়ে গেছে: গয়েশ্বর
স্টাফ রিপোর্টার
(৬ ঘন্টা আগে) ৫ মে ২০২৫, সোমবার, ৬:৪২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন

‘আদালত আমাদের সেকেন্ড হোম হয়ে গেছে’ বলে মন্তব্য করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সোমবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পেশাজীবী জোটের উদ্যোগে ২০১৩ সালে ৫ই মে হেফাজতে ইসলামের সমাবেশের ওপর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নৃসংশতম গণহত্যার দিবস উপলক্ষে ‘গণহত্যার বিচার, সংলাপ, সংস্কার ও আগামী নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমি ৯টায় কোর্টে গেছি, কোর্ট বসবে সাড়ে ১২টায়। পরে দেখা গেলো সাক্ষী আসলো না। তাই আমি এখানে আসলাম, বলতে পারেন আমি কোর্টে গেলাম কেনো? আমার মামলার বিরুদ্ধে সাক্ষী চলছে। কোর্ট তো আমাদের সেকেন্ড হোম হয়ে গেছে। আগেও যেতে হয়েছে, এখনো যেতে হয়।
তিনি বলেন, আজকে যিনি দায়িত্বে আছেন, প্রধান উপদেষ্টা মান্যবর উনার বিরুদ্ধে মামলা রয়েছে এই ধরনের। কোর্টে গেলে যে ধরণের আচরণে মুখোমুখি হয়েছেন, আমরা সবাই তার নিন্দা করেছি, প্রতিবাদ করেছি। উনি তো সকল মামলায় অব্যাহতি নিয়ে ফেলেছেন, শপথ নিয়া দেশের প্রধান উপদেষ্টা হলেন। আমি গয়েশ্বর রায় কেনো কোর্টে হাজিরা দেই, কেনো দেই? আমাদের কি কোনো অবদান নাই। আমরা মরি নাই, আমরা বেঁচে আছি। এটা কি আমাদের সবার প্রাপ্তি।
গয়েশ্বর বলেন, পৃথিবীর প্রতিটি মানুষের মায়া আছে। যে মায়ার জাল থেকে মানুষ বেরিয়ে যেতে চায় না। ঠিক ক্ষমতার চেয়ারটার একটা মায়া আছে। একবার বসলে উঠতে মন চায় না, ছাড়তে মন চায় না। কেউ কেউ বলছেন, নির্বাচন কমিশনের প্রস্তুতি। ধরেন, ৫ই আগস্ট যদি হাসিনা না পালাতেন, স্বাভাবিকভাবে যদি পদত্যাগ করতেন, পার্লামেন্ট বিলুপ্ত হতো তাহলে পরবর্তি ৯০ দিনের মধ্যে নির্বাচন করার নিয়ম আছে না, তাহলে নির্বাচন কমিশন ৯০ দিনের মধ্যে অনুষ্ঠানের ব্যবস্থা করতো না। লাগতো।
আয়োজক সংগঠনের সমন্বয়কারী হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে সভায় বিএনপি চেয়ারপারসনের আবদুস সালাম, বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদের প্রমুখ বক্তব্য রাখেন।