ঢাকা, ৬ মে ২০২৫, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ৭ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

ঢাকার পথে খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার

(৬ ঘন্টা আগে) ৫ মে ২০২৫, সোমবার, ১০:১৭ অপরাহ্ন

mzamin

লন্ডনে চিকিৎসা শেষে প্রায় চার মাস পর ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বাংলাদেশ সময় রাত ৯টা ৩৫ মিনিটে খালেদা জিয়াকে বহন করা কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে রওনা দেয়। সোমবার স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে খালেদা জিয়া দেশে ফেরার উদ্দেশে ছেলে তারেক রহমানের বাসা থেকে বের হন। বিমানে উঠার আগে খালেদা জিয়া উপস্থিত স্বজন ও নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ওই সময়ের একটি ভিডিওতে দেখা যায় খালেদা জিয়া, তারেক রহমানকে দেখিয়ে অন্যদের বলছেন, ‘ভাইয়ার খেয়াল রেখ’। দুই পুত্রবধু ডা. জুবাইদা রহমান ও শর্মিলা রহমানসহ ১৪ জন সফরসঙ্গী রয়েছেন খালেদা জিয়ার সঙ্গে। 

খালেদা জিয়াকে বহনকারী ফ্লাইটটি কাতারের দোহায় যাত্রা বিরতি করে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকার হযরত শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দর থেকে গুলশানের বাসা পর্যন্ত দলীয় চেয়ারপারসনকে পৌঁছে দিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। জনদুর্ভোগ এড়াতে নেতাকর্মীদের সড়কের পাশে ফুটপাতে অবস্থান করতে বিএনপি ও ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে। 
 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status