অনলাইন
মানবজমিনের দাকোপ প্রতিনিধি জাকির হোসেনের ইন্তেকাল
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
(৬ ঘন্টা আগে) ৫ মে ২০২৫, সোমবার, ৭:০৮ অপরাহ্ন

দৈনিক মানবজমিনের খুলনার দাকোপ উপজেলা প্রতিনিধি জাকির হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। সোমবার বেলা আড়াইটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও চার কন্যা সন্তান রেখে গেছেন। সোমবার রাতে দাকোপে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ সমাহিত করা হয়েছে। জাকির হোসেন গত মার্চে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন। প্রথমে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে, পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা। সেখানে দীর্ঘ এক মাস চিকিৎসা নেন। চিকিৎসাধীন অবস্থায় মাথার ব্রেইনে ইনফেকশন দেখা দেয়ায় অস্ত্রোপচার করা হয়। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক আইসিইউতে স্থানান্তরের পরামর্শ দেন। ঢাকা মেডিকেলে সিট না পাওয়ায় উত্তরার একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার আরো অবনতি হয়। গত ১৫ দিন থেকে সংজ্ঞাহীন। এক সপ্তাহ ধরে একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে রেখে নিরুপায় হয়ে গত বৃহস্পতিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ’তে ভর্তি করা হয়েছিল।
এদিকে জাকির হোসেনের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী।