অনলাইন
ফয়জুল করীমকে বরিশালের মেয়র ঘোষণার আবেদন খারিজ
স্টাফ রিপোর্টার
(৩ ঘন্টা আগে) ৫ মে ২০২৫, সোমবার, ৪:৪৯ অপরাহ্ন

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমকে বরিশাল সিটি করপোরেশনের মেয়র ঘোষণার আবেদন খারিজ করে দিয়েছেন নির্বাচনী ট্রাইব্যুনাল। সোমবার বরিশাল নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক ও সিনিয়র সহকারী জজ মো. হাসিবুল হাসান এ আদেশ দেন।
২০২৩ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল বাতিল করে মেয়র প্রার্থী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমকে নির্বাচিত ঘোষণার আবেদন জানানো হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে করা ওই আবেদন খারিজ করে দেন নির্বাচনী ট্রাইব্যুনাল। মামলায় দাবি করা হয়, বেআইনি কর্মকাণ্ড চালিয়ে ফয়জুল করীমকে প্রাপ্ত ভোটের চেয়ে কম দেখিয়ে পরাজিত দেখানো হয়।
প্রসঙ্গত, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম মেয়র পদে হাতপাখা প্রতীক নিয়ে প্রার্থী হয়েছিলেন। ওই নির্বাচনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহর কাছে পরাজিত হন তিনি।