অনলাইন
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বড় ছেলের ইমামতিতে ব্যারিস্টার রাজ্জাকের দ্বিতীয় জানাজা
স্টাফ রিপোর্টার
(৪ ঘন্টা আগে) ৫ মে ২০২৫, সোমবার, ১:১২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:২০ অপরাহ্ন

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সামনের বাগান চত্বরে তার দ্বিতীয় জানাজা হয়। এতে ইমামতি করেন আবদুর রাজ্জাকের বড় ছেলে ব্যারিস্টার এহসান এ সিদ্দিকী। জানাজায় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি ও আইনজীবীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
জানাজা শেষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিসহ অন্যান্য সংগঠন তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এর পর তৃতীয় জানাজা বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সম্পন্ন হবে। জানাজায় অংশ নেন আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন ও কার্যনির্বাহী কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।
জামায়াত নেতাদের মধ্যে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, চট্টগ্রাম মহানগর আমীর শাহজাহান চৌধুরী, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু প্রমুখ জানাজায় অংশ নেন। এছাড়াও জানাজায় বিপুল সংখ্যক আইনজীবী অংশ নেন।