অনলাইন
গাজার শিশুদের জন্য স্বাস্থ্যকেন্দ্রে পরিণত হবে 'পোপমোবাইল'
মানবজমিন ডিজিটাল
(৬ ঘন্টা আগে) ৫ মে ২০২৫, সোমবার, ২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:৫০ অপরাহ্ন

গাজার শিশুদের কাছে জরুরি স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পোপ ফ্রান্সিসের যাতায়াতের জন্য ব্যবহৃত একটি বিশেষ বাহন ‘পোপমোবাইল’কে ভ্রাম্যমান স্বাস্থ্যকেন্দ্রে রূপান্তরিত করা হচ্ছে। সেটিকে গাজা উপত্যকায় পাঠানো হবে। একথা জানিয়েছে ভ্যাটিকানের সরকারি সংবাদমাধ্যম। ভ্যাটিকান নিউজ জানিয়েছে, গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতি মোকাবেলায় সাহায্য করার জন্য ফ্রান্সিস ২০১৪ সালে পবিত্র ভূমিতে তার তীর্থযাত্রার সময় ব্যবহৃত পোপমোবাইলটি ক্যাথলিক সাহায্য নেটওয়ার্ক কারিতাস জেরুজালেমের কাছে হস্তান্তর করেছিলেন। ফ্রান্সিস যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ছিটমহলে আহত ও অপুষ্টিতে ভোগা শিশুদের সাহায্য করার জন্য গাড়িটি ব্যবহার করার অনুরোধ করেছিলেন। পোপের মৃত্যুর পর তার শেষ ইচ্ছে অনুযায়ী, কারিতাস শিশুদের রোগ নির্ণয়, পরীক্ষা এবং চিকিৎসার জন্য জীবন রক্ষাকারী সরঞ্জাম দিয়ে গাড়িটিকে একটি ভ্রাম্যমাণ স্বাস্থ্য কেন্দ্রে রূপান্তরিত করছে।কারিতাস জানিয়েছে, গাজায় নিরাপদ প্রবেশাধিকার সম্ভব হলে চিকিৎসকদের নিয়ে গঠিত এই নতুন ক্লিনিকটি কার্যকর স্বাস্থ্যসেবা পৌঁছে দেবে শিশুদের কাছে। কারিতাস সুইডেনের মহাসচিব পিটার ব্রুন এক বিবৃতিতে বলেছেন, ‘এটি কেবল একটি বাহন নয়। এটি একটি বার্তা যে বিশ্ব গাজার শিশুদের কথা ভুলে যায়নি।’
জীবদ্দশায় পোপ ফ্রান্সিস একাধিকবার রাশিয়া-ইউক্রেন এবং ইসরায়েল-হামাস যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছিলেন। তিনি প্রায়শই গভীর রাতে গাজার একমাত্র ক্যাথলিক গির্জা হলি ফ্যামিলি চার্চে ফোন করে পরিস্থিতির খোঁজখবর নিতেন। তিনি ক্রিসমাস উৎসবে যীশুর একটি জন্মের দৃশ্য উপস্থাপন করার সময় শিশু যীশুকে কেফিয়ায় জড়িয়ে লোকসমক্ষে আনেন। বিষয়টি বড়সড় বিতর্কের জন্ম দিয়েছিলো । কেফিয়া একটি ঐতিহ্যবাহী ফিলিস্তিনি পোশাক যা এখন ফিলিস্তিনপন্থী আন্দোলনের সাথে জোরালোভাবে জড়িত। এরপরই ভ্যাটিকান সেই প্রদর্শনী বন্ধ করে দেয়। ফ্রান্সিসের উত্তরসূরির জন্য ভোটাভুটির কনক্লেভ বুধবার অনুষ্ঠিত হবে ।
সূত্র : সিএনএন