ঢাকা, ৫ মে ২০২৫, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ৬ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

পূর্ণম সাউকে দেশে ফেরাতেই হবে, পাকিস্তানের হাতে বন্দি বঙ্গ সন্তানকে নিয়ে বললেন মমতা

সেবন্তী ভট্টাচার্য্য , কলকাতা থেকে

(৬ ঘন্টা আগে) ৫ মে ২০২৫, সোমবার, ৩:১১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:৪৮ অপরাহ্ন

mzamin

সীমান্ত রক্ষা করতে গিয়ে নিখোঁজ পশ্চিমবঙ্গের এক জওয়ান। গত ১৩ দিন ধরে কোনও খোঁজ নেই বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ-এর। পেহেলগামে  সন্ত্রাসবাদী হামলার পর সীমান্তে টহলদারি জোরদার করে বিএসএফ। সেই টহলের সময়েই ‘ভুল করে’ তিনি পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে পড়েন, এমনটাই মনে করা হচ্ছে। শঙ্কা, তাকে পাক রেঞ্জার্স ধরে নিয়ে গিয়ে বন্দি করেছে।তবে এ বিষয়ে ভারতের বিদেশমন্ত্রক এখনও কোনও তথ্য প্রকাশ্যে আনেনি। সম্পূর্ণ অন্ধকারে পরিবার। বিএসএফের তরফে শুধুই আশ্বাস মিলেছে, তাকে ফিরিয়ে আনা হবে। তাতে মোটেই আশ্বস্ত হতে পারছেন না পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রী। ইতিমধ্যে পূর্ণমের  কর্মস্থল পাঠানকোটে গিয়েও কোনও সঠিক তথ্য পাননি বলে জানিয়েছে তার পরিবার। এবার বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। পূর্ণমকে ফেরানোর দাবি তুলে তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী । সোমবার হাওড়ার ডুমুরজলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'খুবই দুঃখজনক ঘটনা। আমাদের জওয়ান, সাউজির খবর নেই। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। পূর্ণম সাউকে ফিরিয়ে আনতেই হবে।”

তিনি আরও জানান, জাতীয় নিরাপত্তা রক্ষায় কেন্দ্র যে পদক্ষেপ নেবে, রাজ্য সরকার তাতে পাশে থাকবে। গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামের বৈসরন উপত্যকায় সন্ত্রাসবাদীরা পর্যটকদের টার্গেট করে হত্যা করে। এই হামলায় প্রাণ হারান ২৬ জন। এর পরই সীমান্তে নজরদারি অনেক গুণ বাড়ায় ভারত। পূর্ণম সাউয়ের নিখোঁজ হওয়ার ঘটনায় বিদেশমন্ত্রক বা কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেয়নি। ঠিক কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেটাও পরিষ্কার নয়। এই পরিস্থিতিতে জাতীয় স্তরে এক ধরনের নীরবতা লক্ষ্য  করা যাচ্ছে, যা পরিবার এবং রাজ্য প্রশাসনের উদ্বেগ বাড়িয়ে তুলছে।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status