অনলাইন
পতাকা বৈঠকের পর বাংলাদেশি ২ যুবককে ফেরত দিলো বিএসএফ
স্টাফ রিপোর্টার
(২০ ঘন্টা আগে) ৩ মে ২০২৫, শনিবার, ১২:২২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৬ পূর্বাহ্ন

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে আটক দুই বাংলাদেশি যুবককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার সকালে ৬১ বিজিবি ব্যাটালিয়নের ধবলসুতি বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মোক্তার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতরাত সাড়ে ৩টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।
ওই দুই যুবক হলেন-পাটগ্রাম উপজেলার রহমতপুর হাটিয়ারভিটা গ্রামের মোস্তাফিজ রহমানের ছেলে মাহফুজ ইসলাম ইমন ও বগুড়ার মহাস্থানগড় এলাকার সাইফুল ইসলামের ছেলে সাজেদুল ইসলাম। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে গাটিয়ারভিটা সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় চা বাগানে প্রবেশ করেন দুই যুবক। সেখানে ঢুকে তারা মোবাইল ফোনে টিকটক ভিডিওধারণ করছিলেন। এসময় টহলরত বিএসএফ সদস্যরা তাদের আটক করেন।
ধবলসুতি বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মোক্তার হোসেন বলেন, ‘বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। এরপর আটক দুই বাংলাদেশি যুবককে বিএসএফ হস্তান্তর করে।’
পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
পাঠকের মতামত
কেউ যদি এপার থেকে ওপারে বা ওপার থেকে এপারে ঢুকে পড়ে তাহলে আটক করে পতাকা বৈঠকের মাধ্যমে ফিরিয়ে দেয়া উচিত, গুলি হত্যা করা কোনভাবেই কাম্য নয়।
আঙ্গুল বাঁকালেই ঘি ওঠে