ঢাকা, ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

শেষের পাতা

ট্রাইব্যুনালকে প্রসিকিউশন

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর আগে গুলি করে হত্যা করা হয়

স্টাফ রিপোর্টার
২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার
mzamin

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সাভারের আশুলিয়ায় ৬ জনকে গুলি করে হত্যার পর লাশ পোড়ানোর ভিডিও পাওয়ার কথা জানিয়েছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রসিকিউটর। সোমবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালকে এই তথ্য জানান। পরে প্রসিকিউটর মিজানুল ইসলাম সাংবাদিকদের বলেন, শনাক্ত হওয়া হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করা হবে। আগামী ২৫শে মে এ মামলায় তদন্ত রিপোর্ট জমা দেয়ার দিন ধার্য হয়েছে।

শুনানিতে প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালকে বলা হয়, লাশ পোড়ানোর আগে গুলি করে হত্যার একটি নতুন ভিডিও পাওয়া গেছে। পরে আগামী ২৫শে মে এই তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ধার্য করেন ট্রাইব্যুনাল। সোমবার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর ২ সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী। শুনানিতে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম অংশ নেন। এসময় প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম, শাইখ মাহদী ও ব্যারিস্টার মঈনুল করিম উপস্থিত ছিলেন।

সকালে এই মামলার আসামি সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, সাবেক উপ-পরিদর্শক মালেক ও সাবেক কনস্টেবল মুকুল চোকদারকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, এই মামলার তদন্ত শেষ পর্যায়ে। তবে এই হত্যাকাণ্ডের একটি নতুন ভিডিও পাওয়া গেছে। ঐ ভিডিওতে লাশ পোড়ানোর আগে গুলি করে হত্যার অকাট্য প্রমাণ পাওয়া গেছে। ফলে ভিডিও পর্যালোচনা করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও ১ মাস সময় প্রয়োজন। পরে ট্রাইব্যুনাল সময়ের আবেদন মঞ্জুর করেন। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫শে মে তারিখ ধার্য করেন।

শুনানি শেষে প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম সাংবাদিকদের বলেন, আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন আজ ধার্য ছিল। তারা যখন তদন্ত প্রতিবেদন প্রস্তুত করছিলেন, সেই মুহূর্তে হঠাৎ করে একটা তথ্য আসে। তারা একটা ভিডিও শনাক্ত করতে পেরেছেন। তারা উদ্ধারও করেছেন। এতে দেখা গেছে যে, এখানে (আশুলিয়ায়) কারা কীভাবে লাশ পোড়ানোর আগে গুলি করে হত্যা করেছে। সেই বিষয়টা তাদের সামনে এসেছে। সেটা যাচাই-বাছাই করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত সমাপ্ত করার জন্য কিছুদিন সময় দরকার।

তদন্তের এই পর্যায়ে এসে নতুন ভিডিও পাওয়া গেলেও, দীর্ঘ ৮ মাসে সেই ভিডিও কেন পাওয়া যায় নাই- এমন প্রশ্নের জবাবে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, তদন্ত একটা চলমান প্রক্রিয়া। এখন কোনো তথ্য যদি আমাদের সামনে আসে নতুন করে, সেই তথ্য উপেক্ষা করে তো আমরা তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারবো না। পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্টের জন্য এবং ন্যায়বিচারের স্বার্থে এই সময়টা প্রয়োজন। এটা বিচারকে বিলম্বিত করার জন্য না, ন্যায়বিচারকে প্রতিষ্ঠা করার জন্য।
এদিকে জুলাই-আগস্টের গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২৩ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে হওয়া মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারো প্রায় ৩ মাস বাড়ানো হয়েছে। এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আগামী ২০শে জুলাই নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এটি গণ-অভ্যুত্থানের পর পুনর্গঠিত ট্রাইব্যুনালে করা ৩য় মামলা। এই মামলায় গ্রেপ্তার ৮ আসামিকে গতকাল ট্রাইব্যুনালে হাজির করা হলেও বাকিরা পলাতক। গ্রেপ্তারকৃত ৮ আসামি হলেন- সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, ডিএমপি’র মিরপুর বিভাগের সাবেক উপ-কমিশনার (ডিসি) জসিম উদ্দিন মোল্লা, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান, বরখাস্ত হওয়া ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, গুলশান থানার সাবেক ওসি মো. মাজহারুল হক, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি-উত্তর) সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন।
 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status