ঢাকা, ২৬ এপ্রিল ২০২৫, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ শাওয়াল ১৪৪৬ হিঃ

শেষের পাতা

বিয়ের পিঁড়িতে বসা হলো না তাদের

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
২৬ এপ্রিল ২০২৫, শনিবার
mzamin

চট্টগ্রামের রাউজানে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তরুণ-তরুণীর মৃত্যু হয়েছে। তাদের বিয়ে পারিবারিকভাবে ঠিক হয়েছিল। বৃহস্পতিবার বিকালে উপজেলার গহিরা বটতল এলাকায় চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের মো. আকবর সিকদারের ছেলে জোনায়েদ সিকদার আকিব (২৩), এবং হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ উল্লাহ’র মেয়ে মোরশেদা জাহান মিম (১৮)।

পারিবারিক সূত্রে জানা গেছে, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানার পর উভয় পরিবার তাদের বিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয় এবং প্রস্তুতিও শুরু করেছিল। বৃহস্পতিবার সকালে তারা দু’জন মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। বিকাল ৪টার দিকে আকিব মিমকে তার হাটহাজারীর বাড়িতে পৌঁছে দেয়ার সময় গহিরা বটতল এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে গহিরা জে. কে. মেমোরিয়াল হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

আকিবের মামা নুর মোহাম্মদ বলেন, তাদের সম্পর্কের কথা জানার পর দুই পরিবার বিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু তার আগেই দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হলো। রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, প্রাথমিকভাবে জেনেছি, সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বাইকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এতে দু’জনের মৃত্যু হয়েছে।

 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status