শেষের পাতা
সুধারামে ছাত্র আন্দোলন
শহীদ রিজভীর ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা
স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে
২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবারনোয়াখালী সদর উপজেলায় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ রিজভীর ছোট ভাই শাহরিয়ার হাসান রিমন (১৬)কে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার
জন্য ঢাকায় পাঠান। রোববার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার মাইজদী শহরের বার্লিংটন মোড়ে এ ঘটনা ঘটে। রিমন ওই এলাকার ব্যাংকার মো. জামাল উদ্দিনের ছেলে।
রিমনের মা ফরিদা ইয়াছমিন জানান, সে স্থানীয় হরিনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। দু’দিন আগে রিমনের স্কুলের বন্ধুদের সঙ্গে বাহিরের কয়েকজন ছেলের ঝগড়া হয়। বিষয়টি আমাকে এবং স্কুলের শিক্ষকদের জানায় সে। রিমন ঝামেলা সৃষ্টিকারীদের বলে, আমি শহীদের ভাই। আমি চাই না আর কোনো মায়ের বুক খালি হোক, দেশে আর কোনো ঝামেলা হোক। আমি জানি স্বজন হারানোর বেদনা কি। পরে বিষয়টি রিমন মীমাংসা করে দেয়। এজন্য বাহিরের ছেলেরা তার বন্ধুদের মারতে পারেনি। এতে তারা রিমনের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে। রোববার বিকালে স্কুল থেকে বাসায় ফেরার পথে ওই ছেলেরা রিমনকে পেছন থেকে ডেকে অতর্কিতভাবে পিঠে ও মাথায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। আঘাত গুরুতর হওয়ায় সেখান থেকে চিকিৎসক তাকে ঢাকায় রেফার করে।
তিনি জানান, রিমনের পিঠে তিনটিসহ ছয় জায়গায় ছুরিকাঘাত করা হয়। তার পিঠের আঘাতগুলো ফুসফুস পর্যন্ত চলে গেছে। হামলাকারীরা প্রথমে ভাবে রিমন মারা গেছে। যখন জানতে পারে বেঁচে আছে তখন তারা পুনরায় হামলা করতে নোয়াখালী জেনারেল হাসপাতালে যায়। রিমনের স্কুলের বন্ধুরা হামলাকারীদের নাম জানে। এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা শাখার সমন্বয়ক আরিফুর ইসলাম জানান, বার্লিংটন মোড় থেকে বাড়ি যাওয়ার সময় শহীদ রিজভীর ছোট ভাই রিমনের ওপর পথে ওৎ পেতে থাকা কিশোর গ্যাংয়ের সদস্যরা হামলা করেছে। থানায় অভিযোগ করা হয়েছে। কার ইন্ধনে হামলা হয়েছে বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। অতিদ্রুত জড়িতদের গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলন করা হবে।
এদিকে, রোববার রাত ১০টায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মাইজদীতে বিক্ষোভ মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি’র নেতৃবৃন্দরা। এ বিষয়ে নোয়াখালী পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক মানবজমিনকে জানান, হামলায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে।