বাংলারজমিন
দেশকে এগিয়ে নিতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে: মুক্তাদির
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২৮ এপ্রিল ২০২৫, সোমবারবিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছে। বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জনগণের সমৃদ্ধির কথা চিন্তা করে আমাদের এগিয়ে যেতে হবে। জনগণ ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, যেকোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে। তিনি রোববার সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি আয়োজিত উঠান বৈঠক প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এলাকার বিশিষ্ট মুরব্বী জাহিদ হোসেন বাচ্চু’র সভাপতিত্বে ও মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামরান উদ্দিন অপুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি শাহ জামাল নুরুল হুদা, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, জেলা বিএনপির উপদেষ্টা বশির উদ্দিন, জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোরাদ হোসেন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জাহেদ আহমেদ, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর আলী, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আইনুল হক। বৈঠকে উপসি'ত ছিলেন মোগলগাঁও ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক দুলাল রেজা, সাবেক ৯নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সমছুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য মঈন উদ্দিন মেম্বার, ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজির, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম, জেলা যুবদলের সহ-কোষাধ্যক লিটন আহমেদ, যুবদল নেতা কামাল আহমেদ, সামাদ আহমেদ, মিনহাজুল আবেদিন, বিল্লাল হোসেন, রিয়াদুল ইস্লাম, সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রুকনুল ইসলাম শামিম, রেজাউল কাদের রেজা প্রমুখ।