ঢাকা, ২৮ এপ্রিল ২০২৫, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

পরীক্ষা কেন্দ্রে অনিয়ম, একজনের জেল

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৫, সোমবার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দাখিল পরীক্ষা কেন্দ্রে অনিয়ম করার দায়ে আবদুল হালিম (৪৮) নামের এক ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাকে এ দণ্ডাদেশ দেওয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মামুন সরকার এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত আবদুল হালিম উপজেলার চকদিগা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের আজিম উদ্দিনের ছেলে। এছাড়াও তিনি চকদিগা দাখিল মাদ্রাসার সুপারিটেনডেন্ট। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রোববার মঙলবাড়িয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে দাখিলের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলছিল। এসময় ওই ব্যক্তি কেন্দ্রের ভেতরে প্রবেশ করে মুঠোফোনে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে বের হচ্ছিল। এসময় কেন্দ্রের দায়িত্বরত শিক্ষকগণ তাকে হাতেনাতে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০টাকা অর্থদণ্ড করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো.মামুন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status