ঢাকা, ২৮ এপ্রিল ২০২৫, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড কুড়িগ্রাম

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম থেকে
২৮ এপ্রিল ২০২৫, সোমবার

কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়েছে পড়েছে কুড়িগ্রামের বিভিন্ন এলাকা। হঠাৎ ঝড়ো হাওয়ায় অসংখ্য গাছপালা সহ বৈদ্যুতিক খুটি পরে গিয়ে তার ছিড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। উড়ে গেছে অসংখ্য বসতঘর ও টিনের বেড়া। ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে শতশত বিঘার বোরো খেত সহ বিভিন্ন ধরনের শাকসবজি। শনিবার রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ ঝড়ে এমন পরিসি'তির সৃষ্টি হয়।
জানা গেছে, জেলার বিভিন্ন উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ো হাওয়ায় ঘরবাড়ি, গাছপালা, বিদ্যুৎ এর খুটি পরে গেছে। মৌসুমি ফসল আম, লিচু, ভুট্টা, ধান, পাটসহ বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমান এখনও জানা যায়নি। অন্যদিকে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ এর খুটি ও তার ছিড়ে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। অপর দিকে ঝড়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের নতুন একাধিক ফ্লোরের জানালার গ্লাস ভেঙে তছনছ হয়ে যায় রোগীর ওয়ার্ড। এসময় আতংকিত হয়ে পড়ে রোগী ও তার স্বজনরা। এছাড়াও কুড়িগ্রাম নতুন রেল স্টেশন এলাকায়  গাছ উপড়ে পড়া সহ স্টেশন বিল্ডিং এর গ্লাস ভেঙ্গে যায়। এতে মানুষ সামান্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঝড়ের সময় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে অবস'ান করা পাঁচগাছি ইউনিয়নের বাসিন্দা লতিফুর রহমান বলেন, ঝড়ের সময় আমি হাসপাতালের ৮ম তলায় অবস'ান করেছিলাম। হঠাৎ প্রচন্ড ঝড় শুরু হলে বাতাসের আঘাতে জানালার গ্লাস ভেঙে পরে। এসময় সবাই আতঙ্ক নিয়ে ছোটাছুটি শুরু করে।
কুড়িগ্রাম পৌরসভা এলাকা হোসেন খাঁ পাড়া এলাকার কৃষক মমিন মিয়া বলেন, আমার ৫০ শতক জমির বোরো ক্ষেত ঝড়ের বাতাসে মাটিতে শুয়ে পড়েছে। এতে আমার ব্যাপক ক্ষতি হয়েছে। এখন আমার আবাদের খরচ তোলাই মুশকিল হবে। সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, শনিবার রাতে হঠাৎ ঝড়ে আমার ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status