ঢাকা, ২৮ এপ্রিল ২০২৫, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

দুই সাদা কাগজের আবেদনে মিলে সমাজসেবার সুদমুক্ত ঋণ

স্টাফ রিপোর্টার

(৯ ঘন্টা আগে) ২৭ এপ্রিল ২০২৫, রবিবার, ৪:২৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:২০ অপরাহ্ন

mzamin

উদ্যোক্তা তৈরি করতে দুই সাদা কাগজের আবেদনে মিলে শহর সমাজসেবার সুদমুক্ত ঋণ। রোববার আর্থ-সামাজিক উন্নয়নে ‘ক্ষুদ্র ঋণের সুষ্ঠু ব্যবহার ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের মানোন্নয়নে করণীয়’ শীর্ষক সেমিনারে ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু সাঈদ মো. কাওছার রহমান এ কথা বলেন। 

প্রধান অতিথির বক্তৃতায় আবু সাঈদ মো. কাওছার রহমান বলেন, আমরা শহরের অসচ্ছল ব্যক্তিদের উদ্যোক্তা তৈরিতে জামানতবিহীন সাদা কাগজের দুটি আবেদনে ঋণ প্রদান করে থাকি। আবেদন দুটি হলো- এক হচ্ছে- সাদা কাগজে ঋণ চেয়ে আবেদন, অপরটি হচ্ছে তিনি যে ব্যবসা করতে চান সেই ব্যবসার বর্ণনা দিয়ে প্রস্তাবনা। তবে অবশ্যই এক বছরের মধ্যে ঋণটি পরিশোধ করতে হবে।
শহর সমাজসেবা কার্যালয়-২ এর কর্মকর্তা জিয়াউর রহমান চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন  ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক সালমা বেগম। প্রবন্ধে বলা হয়, শহর সমাজসেবা অফিসগুলো অসচ্ছল ব্যক্তিদের উদ্যোক্তা তৈরিতে কাজ করে। বহু বস্তিবাসী আমাদের ঋণ নিয়ে স্বাবলম্বী হয়েছে। সুদমুক্ত ঋণ প্রদানে আমরা প্রথমে এলাকা নির্বাচন করি। ১৫-২০ জনের সমন্বয়ে একটি কর্মদল গঠন করা হয়। ওই দলের মতামতের ভিত্তিতে ৫০ হাজার টাকা প্রদান করি। তবে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ থাকলে এক লাখ টাকা পর্যন্ত ঋণ দিয়ে থাকি। ঋণ গ্রহণের দুই মাস পর থেকে কিস্তি শুরু হয়। এক বছরের মধ্যে এই ঋণ পরিশোধ করতে হয়।

সভাপতির বক্তৃতায় জিয়াউর রহমান বলেন, আমাদের সমাজসেবা অফিস মানুষকে উদ্যোক্তা হতে নানা ধরনের ত্রৈমাসিক ও ষাণ¥াসিক প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণ শেষে সনদ প্রদান করা হয়। সনদপ্রাপ্ত শিক্ষার্থীরাও ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পায়। এ ছাড়া আমাদের সমাজসেবা অফিসের পক্ষ থেকে জটিল ৬টি রোগের জন্য অর্থ সহায়তা দিয়ে থাকে।  সরকারি-বেসরকারি হাসপাতাল সমাজসেবা অফিস রয়েছে। সেখান থেকেও রোগীদের সাহায্য করা হয়। 

সেমিনারে আরও বক্তব্য রাখেন শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম, মতিঝিল থানার যুব উন্নয়ন কর্মকর্তা ফেরদৌসী বেগম, বিআরডিবি’র উপ-পরিচালক মোহাম্মদ জহিরুল হক মৃধা ও বজ্রপাত সচেতনতায় কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য সোসাইটির সাধারণ সম্পাদক রাশিম মোল্লা প্রমুখ।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status