ঢাকা, ২৭ এপ্রিল ২০২৫, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ শাওয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

কোম্পানীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গরু ও গো-খাদ্য বিতরণ

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২৬ এপ্রিল ২০২৫, শনিবার

সিলেটের কোম্পানীগঞ্জে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী পরিবারের মাঝে গরু ও গো-খাদ্য বিতরণ করা হয়েছে। দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১২টি পরিবারের মাঝে ১২টি বকনা গরু ও গো-খাদ্য বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ অফিসার কৃষিবিদ মো. মিজানুর রহমান মিয়া। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার মোহাম্মদ লুতফুর রহমানের সভাপতিত্বে ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা নাবিদ হাসনাইনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি হাজী মো. সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আলী আকবর, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মো. ফরহাদ খন্দকার, সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা, কোম্পানীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবিদুর রহমান। বিতরণকালে আরও উপস্থিত ছিলেন- মো. এলাইছ আহমদ মেম্বার, মো. শিহাব মেম্বার, আমেরিকা প্রবাসী আলহাজ আব্দুর রকিব, ডাক্তার খোকন রঞ্জন দে, মো. ফখরুল ইসলাম ও মো. আলী আহমদ প্রমুখ।

 

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status