ঢাকা, ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

দৌলতপুরে একটি স্কুলে এসএসসি পরীক্ষার্থী শতভাগ অনুপসি'ত: প্রধান শিক্ষককে শোকজ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার

কুষ্টিয়ার দৌলতপুরে ধর্মদহ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় শতভাগ পরীক্ষার্থী অনুপসি'ত থাকায় প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের সীমান্তবর্তী ধর্মদহ মাধ্যমিক বিদ্যালয়ের চলতি ২০২৫ সালে ১৫ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও একজনও পরীক্ষায় অংশ না নেয়ায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. শফিউল ইসলাম। তিনি বলেন, প্রতিবছর এসএসসি পরীক্ষার্থী থাকলেও এবছর একজনও নেই কেন তা গুরুত্ব সহকারে বিবেচনা করে উপজেলা শিক্ষা অফিস ও উপজেলা প্রশাসন যৌথভাবে বিদ্যালয় কর্তৃপক্ষকে কারণ দর্শাতে বলেছেন।
নোটিশে উল্লেখ করা হয়, ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় কোন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন নাই এমতাবস'ায় শিক্ষার্থীরা পরীক্ষা কেন দিচ্ছে না এবং এ বিষয়ে আপনার বিরুদ্ধে ব্যবস'া গ্রহণের জন্য কেন উর্দ্ধতন কতৃপক্ষকে অবহিত করা হবে না তাহা পত্রপ্রাপ্তির ৩ কার্য দিবসের মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।
পরীক্ষা না দেওয়ার বিষয়ে স'ানীয় এক অভিভাবক বলেন, জাতীয় ও স'ানীয় পত্রিকায় খবর প্রকাশ হলে উপজেলা শিক্ষা অফিস ও প্রশাসন নড়ে চড়ে বসেন। পরে তারা খোঁজ নিয়ে দেখেন ধর্মদহ মাধ্যমিক বিদ্যালয় থেকে ফরম পূরণ করা ১৫ জন পরীক্ষার্থীর কেউই অংশ নেয়নি। সংবাদ প্রকাশের পর বিদ্যালয়ের প্রধান শিক্ষকও ঘটনাটি ধামাচাপা দিতে ও প্রশাসনকে ম্যানেজ করতে ব্যস্ত হয়ে পড়েছেন। 
কারণ দর্শানো নোটিশ প্রসঙ্গে দৌলতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শফিউল ইসলাম জানান, বিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলা এবং নিয়মিত পাঠদান না হওয়ায় এই পরিসি'তির জন্য দায়ী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে স্কুল কর্তৃপক্ষকে কেন ১৫ জন পরীক্ষার্থীর কেউই পরীক্ষায় অংশ নেয়নি তা লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকী বলেন, এটা শুধু একটি স্কুল নয়, পুরো উপজেলার শিক্ষাব্যবস'ার ওপর আঘাত। উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিস এই ঘটনায় যৌথ তদন্ত শুরু করেছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস'া নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত ধর্মদহ মাধ্যমিক বিদ্যালয়টি ২০০২ সালে মাধ্যমিক পর্যায়ে (সেকেন্ডারি) এমপিওভুক্ত হয়।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status