অনলাইন
বিষাক্ত বর্জ্য রোধে সম্মিলিত উদ্যোগের প্রতি গুরুত্বারোপ
স্টাফ রিপোর্টার
(৬ ঘন্টা আগে) ২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৭:০৩ অপরাহ্ন

“বিষাক্ত রাসায়নিক বর্জ্যের দূষণ রোধে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। যাতে জীববৈচিত্র্য ও খাদ্য নিরাপত্তা রক্ষা করা যায়।
মঙ্গলবার এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো) এবং International Pollutants Elimination Network (IPEN) এর যৌথ উদ্যোগে আয়োজিত এক স্ট্র্যাটেজিক অনলাইন ব্রিফিংয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম এসব কথা বলেন।
অনুষ্ঠানে এসডো’র নির্বাহী পরিচালক সিদ্দিকা সুলতানা বলেন, এশিয়া মারাত্মক বিষাক্ত দূষণের শিকার, কিন্তু আন্তর্জাতিক আলোচনায় আমাদের কণ্ঠস্বর অনেক সময়ই অনুপস্থিত থাকে। এই ব্রিফিং আঞ্চলিক পক্ষপাত গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টা।
এসডোর সিনিয়র টেকনিক্যাল অ্যাডভাইজর শাহরিয়ার হোসেন বলেন, বিষাক্ত বর্জ্য সমস্যার সমাধানে এশিয়ার দেশগুলোর আঞ্চলিক ঐক্য অপরিহার্য। বিভিন্ন এশিয়ার দেশগুলোর মধ্যে সেতুবন্ধন তৈরি ও কমিউনিটি-ভিত্তিক নীতিমালার বিকাশই হতে পারে স্থায়ী সমাধানের পথ। তিনি উন্মুক্ত আলোচনার সেশনটি পরিচালনা করেন, যেখানে অংশগ্রহণকারীরা নীতিগত সমন্বয়, সক্ষমতা বৃদ্ধি এবং সম্মিলিত অ্যাডভোকেসির মাধ্যমে ঈঙচ ২০২৫-এ কার্যকর প্রভাব তৈরির বিষয়ে মত বিনিময় করেন।
এসডো’র রিসার্চ অ্যান্ড পলিসি অ্যাসোসিয়েট সারা আনোয়ার তিথি মূল বিষয়বস্তু উপস্থাপন করেন। তিনি ঊঝউঙ-এর ঈঙচ ২০২৫-এর জন্য নীতিগত অগ্রাধিকারগুলো তুলে ধরেন।