অনলাইন
৪৪তম বিসিএস
২৩২ প্রার্থীর পরীক্ষা স্থগিত
স্টাফ রিপোর্টার
(৭ ঘন্টা আগে) ২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৫:৪৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন
৪৪তম বিসিএস’র ২৩২ প্রার্থীর মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি)।
মঙ্গলবার বিপিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার শাখা) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ৪৪তম বিসিএস’র লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ এবং কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের ৪৫ জন এবং সাধারণ ক্যাডারের পদসমূহের ১৮৭ জন রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীর ই-মেইলে আবেদনের পরিপ্রেক্ষিতে মৌখিক পরীক্ষা স্থগিত করা হলো।
স্থগিতকৃত প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে bpsc.teletalk.com.bd প্রকাশ করা হবে।
উল্লেখ্য, আগামী ৮ই মে ঢাকাসহ দেশের ৮ বিভাগীয় শহরে ৪৬তম বিসিএস’র লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার অনেক প্রার্থী ৪৪তম বিসিএস’র ভাইভা দিচ্ছেন। ফলে তারা ৪৪তম বিসিএস’র মৌখিক পরীক্ষা শেষে ৪৬তম বিসিএস’র লিখিত পরীক্ষা নেয়ার দাবি জানিয়ে আন্দোলন করেছিলেন। এরই প্রেক্ষিতে ৪৬তম বিসিএস’র লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক কারো ৪৪তম বিসিএস’র ভাইভা পড়ে যায়, তাহলে তার মৌখিক পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় পিএসসি।