অনলাইন
মালয়েশিয়ার পারমাণবিক প্রযুক্তিতে সহযোগিতা করছে রাশিয়া
স্টাফ রিপোর্টার, মালয়েশিয়া
(৫ ঘন্টা আগে) ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১০:০৫ পূর্বাহ্ন

মালয়েশিয়ার ভবিষ্যৎ শক্তি নিরাপত্তা নিশ্চিত করতে পারমাণবিক প্রযুক্তি বিকাশে সহযোগিতা করবে রাশিয়া। দেশটির সরকারি সংবাদ সংস্থা, বারনামা জানিয়েছে, রাশিয়া মালয়েশিয়ার সঙ্গে পারমাণবিক শক্তি উন্নয়নে বিভিন্ন পর্যায়ে সহযোগিতা চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছে। এই সহযোগিতা প্রাতিষ্ঠানিক কাঠামো, মানবসম্পদ উন্নয়ন, প্রযুক্তিগত জ্ঞান, বাণিজ্যিক সম্ভাবনা এবং আইনগত দিকসহ বিভিন্ন খাতে বিস্তৃত হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টার ও এনার্জি ট্রান্সিশন এন্ড ওয়াটার ট্রান্সফরমেশন মিনিস্টার ফাদিল্লাহ ইউসুফ।
গত ২১ থেকে ২৪ জুন উজবেকিস্তান সফর শেষ করার পর রাশিয়ায় চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরে তিনি সাংবাদিকদের এসব কথা বলেছেন। উলেখ্য যে, তার এই সফর দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের গত ১৩-১৬ মে রাশিয়া সফরের পরপরই অনুষ্ঠিত হয়েছে।
ডেপুটি প্রাইম মিনিস্টার ফাদিল্লাহ সাংবাদিকদের স্পষ্ট করে বলেছেন, “রাশিয়ার পারমাণবিক শক্তিতে ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। এই অভিজ্ঞতা মালয়েশিয়ার ‘ন্যাশনাল এনার্জি ট্রানজিশন রোডম্যাপ’-এর আওতায় দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে। সফরের প্রধান উদ্দেশ্য ছিলো এনার্জি খাতে বিশেষ করে পারমাণবিক ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা। বর্তমানে কয়লা আমদানিতে রাশিয়ার সঙ্গে বিদ্যমান সম্পর্ক ছাড়াও, রাশিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী আলেক্সি ওভারচুকের সঙ্গে পারমাণবিক খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।"
রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভের সঙ্গে তার বৈঠকে প্রযুক্তি স্থানান্তর, কর্মী প্রশিক্ষণ এবং আইনি কাঠামোসহ বিভিন্ন কারিগরি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে মালয়েশিয়ার কারিগরি সংস্থাগুলোর সঙ্গে সরাসরি আলোচনার একটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। এই সহযোগিতা শুধু দেশের এনার্জি খাতে নয়, বরং আসিয়ান পাওয়ার গ্রিড ব্যবস্থার উন্নয়নেও সহায়ক হবে।
বারনামা ফাদিল্লাহর উদ্ধৃতি দিয়ে আরো জানিয়েছে, মালয়েশিয়ার মন্ত্রিসভা নীতিগতভাবে পারমাণবিক শক্তিকে দেশের ভবিষ্যৎ শক্তি মিশ্রণে অন্তর্ভুক্ত করার বিষয়টি অনুমোদন দিয়েছে। এর আগে জনগণের মতামত গ্রহণ, সচেতনতা বৃদ্ধি এবং একটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরসহ বহু ধাপ রয়েছে। এসব না করে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে না।”