অনলাইন
রংপুরে নাহিদ ইসলাম
ক্ষমতা হস্তান্তরের জন্য জুলাই অভ্যুত্থান ঘটেনি
জাভেদ ইকবাল, রংপুর থেকে
(১০ ঘন্টা আগে) ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১২:৫৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:০০ অপরাহ্ন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘একটি দল পরিবর্তন কিংবা ক্ষমতা হস্তান্তরের জন্য জুলাই অভ্যুত্থান ঘটেনি। অভ্যুত্থান ঘটেছিল একটি গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য। আমরা অনেকে মনে করি, জুলাই আন্দোলন ছিল সরকার পতনের আন্দোলন। কিন্তু এটা কেবল সরকার পতনের আন্দোলন ছিল না, এটি ছিল নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার আন্দোলন। আমাদের মাঝেও কিছু হতাশা রয়েছে, কারণ আমরা এখনো সম্পূর্ণ বিচার দেখতে পারিনি। বৈষম্যহীন বাংলাদেশে যে সংস্কার হওয়ার কথা তা সম্পূর্ণরূপে আমরা দেখতে পারিনি।’
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রংপুরের পীরগঞ্জে জাফরপাড়া বাবনপুর গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ নিয়ে টালবাহানা শুরু হয়েছে। আমরা স্পষ্টভাবে হুঁশিয়ারি দিতে চাই-যদি সরকার বা অন্য কেউ যদি মনে করে থাকেন জুলাই আন্দোলনে যারা রাজপথে নেমে এসেছিল তারা ঘরে ফিরে গেছে, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমরা আবু সাঈদের কবর থেকে ঘোষণা করছি বাংলার প্রতিটি পথে-প্রান্তরে আমরা যাব। বাংলার ছাত্র-জনতা ও তরুণ শ্রমিকদের আবারো রাজপথে নেমে আসতে আহ্বান জানাবো। আমরা ৩ আগস্ট ঢাকায় দেশের জনগণ ও শ্রমিকদেরকে সাথে নিয়ে জুলাই ঘোষণাপত্রের জন্য আবারও আন্দোলন শুরু করবো।’
নাহিদ বলেন, ‘আমাদের যে ৩টি দাবি ছিল, বিচার, সংস্কার ও নতুন সংবিধান। আবু সাঈদের কবরের পাশ থেকে তা পর্ণব্যক্ত করছি। নতুন বাংলাদেশ গড়তে হলে বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দিকে যেতে হবে।’
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।
পাঠকের মতামত
So , July not earn for billionaire illegal money earn, not for donation money keep in own pocket.
আপনাদের হাতে ক্ষমতায় রাখার জন্য জুলাই বিপ্লবে আমরা অংশগ্রহন করিনি। আমরা চেয়েছি স্বৈরাচার পতনের মাধ্যমে জনগনের সরকার।
গত এক বছরে নতুন বন্দোবস্তুর কি কি নজির তোমরা স্থাপন করতে পেরেছো, সেগুলো আগে জনগণের সামনে ক্লিয়ার কর। যার কারণে জনগণ তোমাদেরকে বিশ্বাস করবে। আর যদি সেটা করতে না পারো তাহলে জনগণের সিদ্ধান্ত জনগণকেই নিতে দাও, অতিরিক্ত পাকনামী কারো জন্যই মঙ্গলজনক নই
শুধুমাত্র একটা নির্বাচন হয়ে বিএনপিকে ক্ষমতা নিয়ে আসার জন্য হাজার হাজার ছাত্র জনতা জীবন দেয় নাই। আমরা দেশের সার্বিক পরিবর্তন চাই।
হাসিনা স্টাইলের কথা ক্ষমতা হস্তান্তর করার তুমি কে ?? ক্ষমতা জনগণের দেয়ার নেয়ার কথা তা তুমি কি করে হস্তান্তর করবে বা বাধা দেবে ??
গণতন্ত্র নিপাত যাক! স্বৈরতন্ত্র জিন্দাবাদ!!
রাজনৈতিক দল করে ভোগ বিলাস করা জন্য জুলাই অভ্যুত্থান
রাজনৈতিক দল করে ভোগ বিলাস করা ?
বিচার, সংস্কার ও নতুন সংবিধান
জনগণের ভোটে পাস করে তোমরা সরকার গঠন করে সংবিধান সংস্কার কর।দেশ পরিচালনা কর। কিন্তু ভোটের মাধ্যমে সরকার গঠন না করে। বড় বড় কথা বললে। জনগণ মেনে নেবে না। সাবধান!!!
তোমাদের মত চোরদের কাছে ক্ষমতা দেওয়ার জন্যও জনগন আন্দোলন করেনি।
ফ্যাসিস্ট হাসিনাকে সরিয়ে চোর, বাটপার, হাসিনার দোসর, হাসিনার নিয়োগকৃত দুর্নীতিবাজ সরকারী কর্মকর্তা-কর্মচারী, সুবিধাবাদিদের নির্বাচন ছাড়া ক্ষমতা ধরে রাখার জন্য এত রক্তের বিনিময়ে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে।
ওমা! কয়কি! হাসিনা তো রাতের ভোট আমি ডামি ভোট সহ নতুন নতুন মডেলের নিরবাচনের মাধ্যমে ক্ষমতায় থাকার চেস্টা করেছিল। এরা দেখি ভোট ছাড়াই আজীবন ক্ষমতা ভোগ করতে চায়। কি আজব দেশ রে বাবা।
অবিনন্দন রইলো, তোমরা এগিয়ে যাও । সাধারণ জনগণের কাছে তোমাদের নুতন বাংলাদেশের পরিকল্পনা (দুর্নীতিমুক্ত, সজনপ্রীতিমুক্ত, টেন্ডারবাজ মুক্ত, পরিবারতন্ত্রমুক্ত) বাংলাদেশ গড়ার পরিকল্পনা জনগণের কাছে তুলে ধরুন .....
Then for what ? To make you people richer?
Then no need elections