খেলা
আবারো নিষিদ্ধ হতে পারেন সাকিব!
স্পোর্টস রিপোর্টার
(২ বছর আগে) ১১ আগস্ট ২০২২, বৃহস্পতিবার, ৫:২০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:২৩ পূর্বাহ্ন

ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ‘বেট উইনার’ নিউজের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন তিনি নিজেই। আর তাতেই পড়েছেন ঝামেলায়। করণ বেট উইনার একটি আন্তর্জাতিক জুয়ার প্রতিষ্ঠান। এতে দেশ জুড়ে বইছে আলোচনা-সমালোচনার ঝড়। নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। যোগাযোগ করা হয় সাকিব আল হাসানের সঙ্গে। তবে শেষ পর্যন্ত জানা গেছে এই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি ছিন্ন করতে রাজি নয় বিশ্বসেরা অলরাউন্ডার। কারণ, হিসেবে জানা গেছে বিজ্ঞাপনে যুক্ত হতে সাকিব নিয়েছেন প্রায় ৯ কোটি টাকা। যদিও নানা সূত্রে জানা গেছে টাকার পরিবমান সাড়ে ৬ কোটি। অন্যদিকে আজ আরো একবার বিসিবি ষ্পষ্ট করে জানিয়ে দিয়েছে জুয়া সংশ্লিষ্ট এই প্রতিষ্ঠানের সঙ্গে সাকিব চুক্তি ছিন্ন না করলে তাকে জাতীয় দলে আর খেলতেই দেয়া হবে না। এ বিষয়ে জরুরী এক সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘দেখুন, আমরা তাকে (সাকিব) একটি চিঠি দিয়েছি। গতকাল তার চিঠির উত্তর দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছিল। শুনেছি আজ সে জানাবে। আগে সে জানাক, দেখি, তারপর তার ব্যাপারে সিদ্ধান্ত নেব। তবে এটুকু বলে রাখছি, বেটিং সংক্রান্ত কোনো কিছুর সঙ্গে সম্পর্ক রাখলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না।’