বাংলারজমিন
গাইবান্ধায় বকেয়া বেতন ও চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন
গাইবান্ধা প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবারগাইবান্ধা সিভিল সার্জনের আওতায় ৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ৭২ জন কর্মীকে পুনরায় পুনর্বহাল ও বকেয়া ২২ মাসের বেতন পাওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে বাংলাদেশ আউটসোর্সিং কল্যাণ সমিতি গাইবান্ধা জেলা শাখা সিভিল সার্জন কার্যালয় চত্বরে মানববন্ধন করেন তারা। এ সময় বক্তব্য রাখেন- সংগঠনের জেলা সভাপতি অলিউল ইসলাম আংগুর, আমিনুল ইসলাম, সাজ মিয়া, নাজমুল নাহার, মেরিনা, সুলতান মাহমুদ বাবু প্রমুখ।
এ ছাড়াও ৬ উপজেলার বাকি সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন থেকে আউটসোর্সিং কর্মচারীগণ বিভিন্ন পদে ৬টি উপজেলায় সততা ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করে আসছি। কিন্তু বিগত ২২ মাস থেকে আমাদের বেতন বকেয়া আছে। তারা বলেন, আমরা পরিবার- পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি। অবিলম্বে পূর্বের জনবল বহাল রেখে বকেয়া বেতন পরিশোধ করে নিয়োগ ও টেন্ডার দেয়ার আহ্বান জানান বক্তারা। মানববন্ধন শেষে গাইবান্ধা সিভিল সার্জন বরাবর উল্লিখিত দাবিসমূহের একটি স্মারকলিপি প্রদান করেন।