ঢাকা, ২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

বিশ্বের সবচেয়ে উষ্ণতম স্থান যেখানে তাপমাত্রা ৫৭ ডিগ্রি

মানবজমিন ডিজিটাল

(৫ ঘন্টা আগে) ২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৬:০২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:০৬ অপরাহ্ন

mzamin

গ্রীষ্মের মৌসুম শুরু হতেই মানুষের প্রাণান্তকর অবস্থা। কিন্তু জানেন কি বিশ্বের এমন কিছু জায়গা আছে যেখানে গ্রীষ্মের সর্বোচ্চ তাপমাত্রা ৫৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

ফার্নেস ক্রিক, ডেথ ভ্যালি, ক্যালিফোর্নিয়া (মার্কিন যুক্তরাষ্ট্র): ক্যালিফোর্নিয়ার উত্তর মোজাভে মরুভূমির পূর্বাঞ্চলে অবস্থিত এই মরুভূমি উপত্যকাকে গ্রীষ্মকালে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান হিসেবে বিবেচনা করা হয়। ১৯১৩ সালের ১০ জুলাই, ডেথ ভ্যালির ফার্নেস ক্রিকের তাপমাত্রা ছিল ৫৬.৭ ডিগ্রি সেলসিয়াস।

কেবিলি (তিউনিসিয়া): দক্ষিণ তিউনিসিয়ার এই শহরটি গ্রীষ্মকালে একটি অগ্নিকুণ্ডে রূপান্তরিত হয় যেখানে তাপমাত্রা প্রায়শই ৫০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে যায়। কেবিলিতে ৭ জুলাই, ১৯৩১ তারিখে সর্বোচ্চ ৫৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

আহভাজ (ইরান): ইরানের মরুভূমি এবং বিশ্বের অন্যতম উষ্ণতম স্থান, আহভাজে ২০১৭ সালে তাপমাত্রা ছিল ৫৪ ডিগ্রি সেলসিয়াস।

তিরাত জভি: বেইত শেয়ান উপত্যকায় ইসরায়েল-জর্ডান সীমান্তের কাছে অবস্থিত একটি ধর্মীয় স্থান কিবুটজ, তিরাত জেভিতে ১৯৪২ সালের ২১ জুন তাপমাত্রা পৌঁছে গেছিল ৫৪ ডিগ্রিতে।

বসরা (ইরাক) : দক্ষিণ ইরাকের এই বন্দর শহরটি মধ্যপ্রাচ্যের অন্যতম উষ্ণতম স্থান, যেখানে ২১ জুলাই, ২০১৬ তারিখে ৫৩.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো,  যা এ যাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা।

মিত্রিবাহ (কুয়েত): কুয়েতের উত্তর-পশ্চিমে অবস্থিত একটি আবহাওয়া কেন্দ্র, মিত্রিবাহে ২১ জুলাই, ২০১৬ তারিখে ৫৩.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, যা পৃথিবীতে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা।

তুরবত (পাকিস্তান): কোয়েটার পর পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের দ্বিতীয় বৃহত্তম শহর, তুরবাতে ২৮ মে, ২০১৭ তারিখে ৫৩.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

আল জাজিরা বর্ডার গেট (সংযুক্ত আরব আমিরাত): মধ্যপ্রাচ্য একটি শুষ্ক মরুভূমি যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা প্রায়শই ৫০ ডিগ্রির সীমা অতিক্রম করে। সংযুক্ত আরব আমিরাতের (UAE) আল জাজিরা বর্ডার গেটে ২০০২ সালের জুলাই মাসে ৫২.১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

মেক্সিকালি (মেক্সিকো): উত্তর মেক্সিকোতে, মার্কিন-মেক্সিকো সীমান্তে অবস্থিত, মেক্সিকালিতে ২৮ জুলাই, ১৯৯৫ তারিখে তাপমাত্রা ৫২ ডিগ্রি সেলসিয়াস ছিল।

জেদ্দা (সৌদি আরব): মধ্যপ্রাচ্যর উষ্ণতম অঞ্চলগুলোর মধ্যে সৌদি আরবের মরুভূমিও   ব্যতিক্রম নয়। ২০১০ সালের ২২ জুন, সৌদি আরবের জেদ্দা শহরে সর্বোচ্চ ৫২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

সূত্র : ইন্ডিয়া ডট কম

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status