ঢাকা, ২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন ফাঁসের দাবি, যা বলছে বিপিএসসি

স্টাফ রিপোর্টার

(৩ ঘন্টা আগে) ২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৭:২২ অপরাহ্ন

mzamin

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে এমন দাবি করে সংবাদ সম্মেলন করেছেন কতিপয় প্রার্থী। প্রশ্ন ফাঁসের দাবির বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) বলছে, মনগড়া, অনুমান ও ধারণাভিত্তিক তথ্য সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

সোমবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় থেকে জারিকৃত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। জনসংযোগ কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সাহিদা খাতুন স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা সংক্রান্ত বিষয়ে কিছু বিভ্রান্তিকর সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, যা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নজরে এসেছে। সংবাদ মাধ্যমটিতে দাবি করা হয়েছে কতিপয় প্রার্থী সংবাদ সম্মেলন করে বলেছেন যে, তাদের ‘মনে হচ্ছে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্ন ইতিমধ্যে ফাঁস হয়ে গেছে। এ প্রশ্ন বিজি প্রেস থেকে ছাপানো সেই প্রশ্ন’ ইত্যাদি। তারা আরও দাবি করেছেন যে, তাদের সঙ্গে প্রশ্নকারকদের যোগাযোগ হয়েছে, যারা তাদেরকে নিশ্চিত করেছে যে, ৫ই আগস্টের পর তারা পিএসসিকে কোনো প্রশ্ন সেট করে দেয়নি। এ বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানাচ্ছে যে, এরূপ মনগড়া, অনুমান ও ধারণাভিত্তিক তথ্য সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ ধরনের মিথ্যা তথা অসৎ উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে। এ ধরনের অনুমান নির্ভর ও অসত্য তথ্য দ্বারা বিসিএস পরীক্ষার্থীগণসহ সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

এতে আরও বলা হয়, কোনো বিসিএস পরীক্ষার্থী কর্তৃক প্রশ্নকারকদের সঙ্গে যোগাযোগ থাকার কথিত বিষয়টি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন খুবই অনভিপ্রেত একটি ঘটনা হিসেবে চিহ্নিত করেছে। কোনো বিসিএস পরীক্ষার্থীর এরূপ তৎপরতা অনৈতিক ও অপরাধমূলক এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এরূপ তৎপরতা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছে।

এ ছাড়াও বিপিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক দিলাওয়েজ দুরদানা স্বাক্ষরিত আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ১০ম গ্রেডভুক্ত ‘সিনিয়র স্টাফ নার্স’ পদের আগামী ২৮শে এপ্রিল নির্ধারিত ২৬০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ২২শে মে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।
 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status