অনলাইন
উজিরপুরে র্যাব সদস্যদের ওপর হামলা: গুলিতে নিহত ১
স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে
(২ ঘন্টা আগে) ২১ এপ্রিল ২০২৫, সোমবার, ১০:৩৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন
বরিশালের উজিরপুরে মাদক উদ্ধার অভিযানে যাওয়া র্যাব সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় গুলিবিদ্ধ হয়ে সিয়াম মোল্লা নামে এক যুবকের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া রাকিব মোল্লা নামে আরও এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। আহত ওই যুবককে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে মাদক উদ্ধার অভিযানে গিয়ে হামলার শিকার হয়ে আত্মরক্ষার্থে র্যাব সদস্যরা গুলি চালিয়েছে বলে জানা গেছে। হামলার ঘটনায় র্যাবের ৩ সদস্য আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ হয়ে নিহত যুবকের নাম সিয়াম মোল্লা (১৭)। সে উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের বাহেরহাট এলাকার মো. রিপন মোল্লার ছেলে। এছাড়া গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া অপর যুবকের নাম মো. রাকিব মোল্লা (১৮)। সে একই এলাকার খালেক মোল্লার ছেলে।
স্থানীয় সূত্র আরো জানায়, সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে ইউনিয়নের জোড়া ব্রিজ এলাকায় র্যাবের সাথে বিবাদে জড়ায় স্থানীয় কিছু যুবক। এক পর্যায়ে র্যাব সদস্যদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এসময় র্যাবের ওপর হামলা চালালে তাদের তিন সদস্য আহত হয়। আত্মরক্ষার্থে এক পর্যায়ে র্যাব সদস্যরা গুলি চালায়। গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। অপর জনকে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেলে পাঠানো হয়।
এ বিষয়ে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওলিউল ইসলাম বলেন, উজিরপুর ও আগৈলঝাড়ার সীমানা জোড়া ব্রিজ এলাকায় এক যুবক গুলিবিদ্ধ হয়েছে বলে খবর পেয়েছেন। কি কারণে গুলিবিদ্ধ হয়েছেন তা এখনও জানতে পারিনি। তবে আহত এক যুবককে উদ্ধার করে শেবচিমে পঠানো হয়েছে।