অনলাইন
জামায়াত নেতা আজহারের আপিল শুনানি মঙ্গলবার
স্টাফ রিপোর্টার
(৩ ঘন্টা আগে) ২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৮:৩৬ অপরাহ্ন

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের আপিল শুনানি মঙ্গলবার। সোমবার জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বিভাগ শুনানির এই দিন ধার্য করেন। আদালতে এটিএম আজহারের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী ও এডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্র পক্ষে ছিলেন এটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান। আর প্রসিকিউশন পক্ষে ছিলেন এডভোকেট গাজী এমএইচ তামিম।
সকালে এ টি এম আজহারের আইনজীবী আপিল বিভাগে শুনানির জন্য আবেদন করলে আদালত বলেন, মঙ্গলবার ফুল কোর্টে তালিকায় আসার পর পরবর্তী করণীয় ঠিক করা হবে। আইনজীবী শিশির মনির বলেন, এ টি এম আজহারুল ইসলামের মামলার মঙ্গলবার আপিল শুনানি হবে। ফৌজদারি আপিল নং ৩৮/২০২৫ প্রধান বিচারপতির আদালতে উপস্থাপন করা হলে আদালত মঙ্গলবার (২২ এপ্রিল) শুনানির জন্য দিন ধার্য করেছেন।
গত ২৬ ফেব্রুয়ারি আজহারুল ইসলামের রিভিউ মঞ্জুর করে আপিলের অনুমতি দিয়ে (লিভ গ্রান্ট করে) ২২ এপ্রিল শুনানির দিন ধার্য করেন আপিল বিভাগ। সেই সাথে সপ্তাহের মধ্যে আবেদনকারীদের আপিলের সারসংক্ষেপ জমা দিতে বলা হয়। তার পরের দুই সপ্তাহের মধ্যে প্রসিকিউশন পক্ষকে সারসংক্ষেপ জমা দিতে বলে আদালত।
মুক্তিযুদ্ধকালীল মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ টি এম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন। এই রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির পর ২০১৯ সালের ৩১ অক্টোবর এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পরবর্তীতে আপিল বিভাগের রায় রিভিউ চেয়ে ২০২০ সালের ১৯ জুলাই আবেদন করেন এ টি এম আজহারুল ইসলাম।