ঢাকা, ২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ

মৌলিক সংস্কার শেষে নির্বাচনের ওপর মত খেলাফত মজলিসের

স্টাফ রিপোর্টার

(৫ ঘন্টা আগে) ২১ এপ্রিল ২০২৫, সোমবার, ১:২৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:০০ অপরাহ্ন

mzamin

মৌলিক সংস্কার এবং দৃশ্যমান বিচার সম্পন্ন হওয়ার পরেই জাতীয় নির্বাচন আয়োজনের পক্ষে মত দিয়েছে খেলাফত মজলিস। সোমবার জাতীয় সংসদের এলডি হলের সম্মেলন কক্ষে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে অনুষ্ঠিত সংলাপ শেষে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব জালাল উদ্দিন আহমেদ এ কথা জানান। বৈঠকটির সভাপতিত্ব করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

জালাল উদ্দিন আহমেদ বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশনের দেয়া ১৬৬টি সংস্কার প্রস্তাবনার মধ্যে খেলাফত মজলিস ১৪৭টিতে একমত, ১৫টিতে দ্বিমত এবং ৪টিতে আংশিক মত প্রকাশ করেছে। এই মুহূর্তে দ্রুত নির্বাচন করার জন্য প্রশাসনের সক্ষমতা নেই।’ তিনি অভিযোগ করেন, বিগত সরকার বিচার বিভাগ ও নির্বাচন বিভাগকে ধ্বংস করে দিয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে পুনরুদ্ধারের লক্ষ্যেই জাতীয় ঐকমত্য কমিশন গঠন করেছে।

সংলাপে খেলাফত মজলিসের পক্ষ থেকে সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস বহাল রাখার প্রস্তাব দেয়া হয়েছে। দলটি সংবিধান থেকে বহুত্ববাদ শব্দটি বাদ দেয়ার দাবি জানায়। একইসঙ্গে, প্রাদেশিক সরকারব্যবস্থা চালু করে বাংলাদেশকে চারটি প্রদেশে ভাগ করার প্রস্তাবে তারা দ্বিমত জানায়।এই ব্যবস্থায় রাষ্ট্রীয় ব্যয় বেড়ে যাবে বলে মনে করে দলটি।

চেয়ারম্যান নির্বাচনে ওয়ার্ড মেম্বারদের ভোটের পরিবর্তে সরাসরি জনগণের ভোটে নির্বাচনের পক্ষে মত দিয়েছে খেলাফত মজলিস। স্থানীয় সরকারকে শক্তিশালী করার ওপরও তারা গুরুত্বারোপ করে।

জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে ছাত্র প্রতিনিধিদের নাগরিক কমিটিতে অন্তর্ভুক্ত করার প্রস্তাবে খেলাফত মজলিস আপাতত দ্বিমত জানিয়েছে, তবে বিষয়টি ভবিষ্যতে পুনর্বিবেচনা করা হবে বলেও জানিয়েছে দলটি।

বৈঠকের শুরুতে খেলাফত মজলিসকে স্বাগত জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, ‘সংস্কার কমিশনের মূল লক্ষ্য হলো জনগণের অধিকার নিশ্চিত করা এবং দেশে গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠা করা।’

তিনি আরও বলেন, ‘আমরা এমন এক নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে আর কোনো ফ্যাসিবাদ গড়ে উঠবে না এবং গুম, খুন, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটবে না।’

বৈঠকে আরও উপস্থিত ছিলেন, কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status