খেলা
আইপিএলে অভিষেকেই ৩ রেকর্ড ১৪ বছর বয়সী বৈভবের
স্পোর্টস ডেস্ক
(২ সপ্তাহ আগে) ২০ এপ্রিল ২০২৫, রবিবার, ১:১৪ অপরাহ্ন

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) মেগা নিলামেই শোরগোল ফেলে দেন বৈভব সূর্যবংশী। এবার অভিষেক মাঠে নেমেই প্রমাণ দিলেন কেনো তাকে নিয়ে এতো হাঁকডাক। লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে তার দল রাজস্থান রয়্যালস ২ রানে হারলেও বৈভব ফিরেছেন দ্যুতি ছড়িয়েই। এই ১৪ বছর বয়সী ক্রিকেটার মাঠ ছাড়ার আগে করেছেন তিন-তিনটি রেকর্ড।
আইপিএলের পথচলা শুরু হয় ২০০৮-এর এপ্রিলে। বৈভবের জন্ম এর প্রায় তিন বছর পর, ২০১১-এর মার্চ মাসে। প্রথম রেকর্ডটির জন্য বয়সটাই যথেষ্ট ছিল এই বাঁহাতি ব্যাটারের। এই প্রতিযোগিতায় এর আগে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেকের রেকর্ড ছিল প্রয়াস রায় বর্মনের। শনিবার ১৪ বছর ২৩ দিন বয়সে মাঠে নেমে সেটি নিজের নামে করে নেন বৈভব। ২০১৯-এ রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর হয়ে ১৬ বছর ১৫৭ দিনে এই কীর্তি গড়েছিলেন লেগ স্পিনার প্রয়াস। এদিন একাদশে ছিলেন না বৈভব। সন্দীপ শর্মার জায়গায় মাঠে নামেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে। চোটের কারণে দলের বাইরে আছেন রাজস্থান অধিনায়ক ও ওপেনার সঞ্জু স্যামসন।
অভিষেকে প্রথম বোলার হিসেবে বৈভব পান শার্দুল ঠাকুরকে। ভারতের হয়ে ৮৩ আন্তর্জাতিক ম্যাচ খেলা এই পেসারের প্রথম বলেই ছক্কা হাঁকান তিনি। আইপিএলে সবচেয়ে কম বয়সে ছক্কা মারার রেকর্ডটিও এখন বৈভবের। এর আগে এই কীর্তির মালিক ছিলেন রিয়ান পরাগ, যিনি প্রথম ছক্কা হাঁকান ১৭ বছর ১৬১ দিন বয়সে। অন্যদিকে সবচেয়ে কম বয়সে চারের রেকর্ডটিও এখন বৈভবের, যা কি না ছয় বছর ধরে নিজের নামের পাশে রেখেছিলেন প্রয়াস। আইপিএল ক্যারিয়ারে প্রথম বলে ছক্কার মারও রেকর্ড। যদিও এটি ভাগাভাগি করতে হচ্ছে রাজস্থান ওপেনারকে। এর আগে অস্ট্রেলিয়ার রব কুইনি, ওয়েস্ট ইন্ডিজের কেভন কুপার, আন্দ্রে রাসেল, জাভোন সিয়ারলেস ও কার্লোস ব্রাফেট, স্বদেশিদের মধ্যে অনিকেত চৌধুরী, সিদ্ধেশ লাড ও সামির রিজভি এবং শ্রীলঙ্কার মহীশ তিকশানাও এই কীর্তি গড়েন। ১৮০ রান তাড়ায় নেমে শেষ পর্যন্ত রাজস্থান থামে ১৭৮ রানে। ২০ বলে ২ চার ও ৩ ছক্কায় ব্যক্তিগত ৩৪ রানে ইনিংসটা বেশি বড় করতে পারননি বৈভব।