খেলা
হেরেও কনফারেন্স লীগের সেমিফাইনালে চেলসি
স্পোর্টস ডেস্ক
(১ দিন আগে) ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ১২:৫৬ অপরাহ্ন

লেগিয়া ওয়ারশের বিপক্ষে বৃহস্পতিবার কনফারেন্স লীগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ২-১ গোলের হার দেখে চেলসি। তবে প্রথম লেগ ৩-০ গোলে জেতায় দুই লেগের অগ্রগামিতায় ৪-২ এ সেমিফাইনালের টিকিট পায় এনজো মারেসকার দল।
ম্যাচ শেষে চেলসির অধিনায়ক রিস জেমস বলেন, ‘এটা আমাদের দলের জন্য একটা খারাপ পারফর্মেন্স ছিল। আমাদের ৩-০ ব্যবধানে লিড ছিল। হয়তো এটাই আমাদের আজকের ম্যাচে আমাদের জয় পেতে হতাশ করে তুলেছিল। হয়তো আজ আমরা প্রতিযোগিতাকে অসম্মান করেছি। যদি তুমি ঠিকমতো প্রস্তুতি না নাও, তাহলে তোমাকেই মূল্য দিতে হবে। এটা মানসিকতার উপর প্রভাব ফেলবে। এটা মানুষের মাথার পেছনে থাকবে। আমি হতাশা বুঝতে পারছি। ভক্তরা উত্তেজনা দেখতে আসে। আমরা তা দেখে হতাশ হয়েছিলাম।’
এনজো মারেসকা এদিন কোল পালমার, রিচ জেমস ও জ্যাডন সানচোকে শুরুর একাদশে রাখেন। প্রথম লেগের পর এই ম্যাচেও একাদশে জায়গা ধরে রাখা ফিলিপ জর্গেনসেনের ভুলে পিছিয়ে পড়ে দ্য ব্লুরা। প্রতিপক্ষ খেলোয়াড়কে বক্সের মধ্যে ফাউল করেন ফিলিপ। এরপরে পেনাল্টি থেকে ওয়ারশকে লিড এনে দেন টমাস পেখার্ট। প্রায় আধঘণ্টা যেতে কুকুরেল্লা চলতি মৌসুমের ষষ্ঠ গোলে চেলসিকে সমতায় ফেরান। আরেকটি গোলও করেছিলেন তিনি। তবে ভিএআরে অফসাইডে বাতিল হয়। দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে আবার এগিয়ে যায় ওয়ারশ। স্টিভ কাপুয়াদি করেন গোল।
ম্যাচ হারার পর চেলসির প্রাক্তন উইঙ্গার জো কোল বলেন, গত কয়েক দশকের সব সফল দলগুলোর দিকে তাকালে দেখতে পাবেন তাদের সবসময় একাডেমির মধ্য দিয়ে আসা অন্যান্য খেলোয়াড়দের একটি স্থিতিশীল খাদ্যতালিকা এবং নীতি থাকে যারা সংস্কৃতি বোঝে এবং ক্লাবকে বোঝে। কারণ যদি সেই সব খেলোয়াড়রা এখন তাদের ২০-এর দশকের মাঝামাঝি সময় থেকে এসে সেখানে থাকত তাহলে এটি এই ধরণের খেলার গতিশীলতা বদলে দিত। খেলার সবকিছুই একসাথে করা হয়। আজ রাতের মানসিকতা যা ছিল। তারা এর চেয়ে অনেক ভালো।’
এদিন ম্যাচে শেষপর্যন্ত ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল চেলসি। ননি মাদুয়েকের একটি প্রচেষ্টা গোললাইন থেকে ফিরে আসে। টাইরিক জর্জের শেষ দিকের একটি গোল বাতিল হয় অফসাইডে। আগামী পহেলা মে সুইডেনের ক্লাব ডুগার্ডেনের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামবে চেলসি।