ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে গেলেন বোল্ট

স্পোর্টস ডেস্ক
১১ আগস্ট ২০২২, বৃহস্পতিবার

পরিবারকে সময় দিতে নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ালেন ট্রেন্ট বোল্ট। চুক্তি থেকে মুক্তি মেলায় আন্তর্জাতিক ক্রিকেটে বেশ ফুরসত পাবেন এই পেসার। স্ত্রী এবং তিন সন্তানকে সময় দিতে ও বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লীগগুলোতে বাধাহীনভাবে খেলতে এনজেডসিকে চুক্তি বাতিলের অনুরোধ করেন বোল্ট। দুই পক্ষের কয়েক দফা আলোচনার পর শেষ পর্যন্ত বোল্টকে অব্যাহতি দেয়ার কথা জানায় এনজেডসি। বোল্ট বলেন, ‘সত্যিকার অর্থেই এই সিদ্ধান্ত নেয়াটা আমার জন্য কঠিন ছিল। এনজেডসিকে ধন্যবাদ। শৈশব থেকেই দেশের ক্রিকেট খেলার স্বপ্ন দেশে এসেছি। গত ১২ বছরে ব্ল্যাকক্যাপসের হয়ে আমি যা কিছু পেয়েছি তার জন্য গর্বিত। এই সিদ্ধান্তটা আমার স্ত্রী এবং তিন ছেলের কথা ভেবে নিয়েছি। পরিবার সব সময়ই আমার সবচেয়ে বড় প্রেরণা।’ বোল্টের কথায় অবসরের ইঙ্গিতও রয়েছে, ‘আমি পরিবারকে সবকিছুর আগে রাখতে পছন্দ করি।

বিজ্ঞাপন
আমরা আসলে ক্রিকেটের পরের জীবনের প্রস্তুতি নিতে শুরু করেছি।’ নিউজিল্যান্ডের চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলবেন বোল্ট। আগামী অক্টোবর-নভম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাকে পাওয়া যাবে। এরপর থেকেই জাতীয় দলে তার খেলা নিয়মিত নাও হতে পারে। এ বিষয়ে বোল্ট বলেন, এখনও দেশের হয়ে খেলার প্রবল ইচ্ছে আছে। আন্তর্জাতিক পর্যায়ে পারফর্ম করার স্কিল আছে বলেও বিশ্বাস করি। তবে কেন্দ্রীয় চুক্তিতে না থাকায় আমাকে দলে নেয়ার ক্ষেত্রে প্রভাব ফেলবে, এই বাস্তবতাকেও সম্মান করি আমি।   আমি একজন ফাস্ট বোলার। আমার ক্যারিয়ারের দৈর্ঘ্য সীমিত। আমার তাই মনে হয়, পরের ধাপে পা রাখার জন্য উপযুক্ত সময় এটিই। ২০১১ সালে আন্তর্র্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ট্রেন্ট বোল্টের। কিউইদের হয়ে এখন পর্যন্ত ৭৮ টেস্ট, ৯৩ ওয়ানডে ও ৪৪টি টি-টোয়েন্টি খেলেছেন এই পেসার। সব ফরম্যাট মিলিয়ে নিয়েছেন ৫৪৮ উইকেট।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status