খেলা
বিসিবিতে মুজিব শতবর্ষে দুর্নীতির আলামত পেয়েছে দুদক
স্পোর্টস রিপোর্টার
(১ সপ্তাহ আগে) ১৫ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ২:০১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৭ পূর্বাহ্ন

শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ২০২০ সালে মুজিববর্ষ পালন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই আয়োজনে ২০ কোটি টাকা লোপাটের আলামত পেয়েছে দুর্নীতি দমন কমিশন।
তৃতীয় বিভাগ বাছাই টুর্নামেন্টে দল বাছাই, টিকিট বিক্রি ও মুজিব বর্ষে দূর্নীতির অভিযোগে আজ বিসিবিতে অভিযান চালাচ্ছে বিসিবি। এর মাঝে সাংবাদিকদের ছোট ব্রিফ করেছেন অভিযানে অংশ নেওয়া দুদকের সহকারী পরিচালকরা। এ বিষয়ে দুদকের সহকারী পরিচালক আল আমিন বলেন, মুজিববর্ষে বরাদ্দ ছিলো ১৫ কোটি টাকা। খরচ দেখানো হয়েছে ২৫ কোটি টাকা। তবে এখন পর্যন্ত ৭ কোটি টাকার ডকুমেন্টস দেখাতে পেরেছে বিসিবি। আর দুই কোটি টাকা মুখে খরচের কথা বলেছে। সবমিলিয়ে ১৯ থেকে ২০ কোটি টাকা লোপাটের প্রাথমিক আলামত পাওয়া গেছে।
এছাড়া তৃতীয় বিভাগ বাছাইয়ে গত কয়েক বছর ২-৩টি দল অংশ নিতো। এবার নিয়েছে ৬০টি দল। এটা কি শুধুই এন্ট্রিফি কমানোর জন্য নাকি অন্য কারণে সেটা খতিয়ে দেখছে দুদক। এছাড়া বিপিএলের প্রথম ৮ আসরে টিকিট বিক্রি হইছে ১৫ কোটি টাকা আর একাদশতম আসরেই টিকিট বিক্রি হয়েছে ১৩ কোটি টাকা। এটা নিয়েও তদন্ত করছে দুদক।
এ ব্যাপারে সংবাদমাধ্যমকে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘তাঁরা কিছু বিষয়ে তথ্য-উপাত্ত চেয়েছেন। আমরা আমাদের সংশ্লিষ্ট বিভাগগুলোকে বলেছি তাঁদের সহযোগিতা করার জন্য।’ অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা ম্যানেজমেন্ট টিম বিসিবির পরিচালনা পরিষদের নির্দেশনা অনুযায়ী কাজ করি এবং বোর্ডের কার্যক্রম পরিচালনা করি। আমাদের কাজ হচ্ছে বোর্ডের নির্দেশনা বাস্তবায়ন করা।’