বিশ্বজমিন
মাহমুদ খলিলের মুক্তির দাবিতে ওয়াশিংটনে বিক্ষোভ
মানবজমিন ডেস্ক
(১৬ ঘন্টা আগে) ১৫ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ১:১৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৬ পূর্বাহ্ন

মাহমুদ খলিলের মুক্তির দাবিতে ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ করেছে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা। সোমবার যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) মূল ভবনের সামনে জড়ো হয়ে মাহমুদ খলিলের নিঃশর্ত মুক্তি দাবি করেন তারা। এ খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। এতে বলা হয়, মাহমুদ খলিল যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক একজন শিক্ষার্থী। যিনি গত বছর ফিলিস্তিনপন্থী বিক্ষোভে নেতৃত্ব দেয়ার জন্য বেশ আলোচিত ছিলেন। যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসের অনুমতি থাকলেও তার ছাত্রত্ব এবং গ্রিন কার্ড বাতিল করে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এরপর ৮ই মার্চ তাকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করেন আইসিই এর কর্মকর্তারা।
মূলত ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে নেতৃত্ব দেয়ার কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর থেকেই তার মুক্তির দাবিতে বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থী, অ্যাক্টিভিস্ট এবং মানবাধিকার কর্মীরা। সোমবার বিক্ষোভের সময় তারা ফিলিস্তিনি পতাকা উড়িয়ে মাহমুদ খলিলের মুক্তির দাবি জানিয়েছেন। তারা বলেছেন, অবশ্যই তাকে মুক্তি দিতে হবে। এছাড়া খলিলের সঙ্গে যে সকল শিক্ষার্থীকে আটক করা হয়েছে তাদের মুক্তির দাবিও জানানো হয়েছে। বিক্ষোভের সময় ‘গাজা, তুমি একা নও’ বলে স্লোগান দিতে শোনা যায়। মাহমুদ খলিলের বিরুদ্ধে হামাসের সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনেছে ট্রাম্পের প্রশাসন। তবে এর পক্ষে তাদের কাছে কোনো প্রমাণ নেই। ক্ষমতায় বসার পর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ইহুদিবিদ্বেষ মোকাবিলায় কঠোর নীতি ঘোষণা করার পর ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ওপর চড়াও হয়েছে তার প্রশাসন। ইহুদিবিদ্বেষের কথিত অভিযোগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।