ঢাকা, ১৬ এপ্রিল ২০২৫, বুধবার, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

প্রস্তাব প্রত্যাখ্যান করায় হার্ভার্ডের ২.২ বিলিয়ন ডলারের তহবিল স্থগিত করলেন ট্রাম্প

মানবজমিন ডেস্ক

(১৭ ঘন্টা আগে) ১৫ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ১২:০৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:২৬ পূর্বাহ্ন

mzamin

হোয়াইট হাউসের প্রস্তাবিত একটি তালিকা প্রত্যাখ্যান করায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ২ দশমিক ২ বিলিয়ন ডলারের তহবিল স্থগিত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এতে বলা হয়, গত সপ্তাহে হার্ভার্ডের কাছে নিজেদের প্রস্তাব পাঠায় হোয়াইট হাউস। ক্যাম্পাসে ইহুদিবিদ্বেষ মোকাবিলায় হার্ভার্ড কর্তৃপক্ষের কাছে ওই প্রস্তাব পাঠানো হয়। এছাড়া প্রশাসন, নিয়োগ পদ্ধতি এবং ভর্তি পদ্ধতিতে পরিবর্তনের কথাও উল্লেখ করা হয় ওই প্রস্তাবে। কিন্তু হোয়াইট হাউসের ওই প্রস্তাবের তালিকা প্রত্যাখ্যান করে দিয়েছে হার্ভার্ড কর্তৃপক্ষ। যার প্রতিক্রিয়ায় তাদের জন্য সরকারি বরাদ্দ স্থগিত করলেন ট্রাম্প। হার্ভার্ডের অভিযোগ তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রে এটিই প্রথম বিশ্ববিদ্যালয়, যারা ট্রাম্প প্রশাসনের নীতির সমালোচনা করে তা প্রত্যাখ্যান করেছে। বিবিসি জানিয়েছে হোয়াইট হাউসের প্রস্তাব মেনে নিলে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বদলে যেত এবং বিশ্ববিদ্যালয়ে সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হত।

গাজা যুদ্ধে ইসরাইলের প্রতি মার্কিন সমর্থনের বিরুদ্ধে গত বছর যুক্তরাষ্ট্রে ব্যাপক বিক্ষোভ হয়। এতে সামিল হয় দেশটির কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ট্রাম্পের অভিযোগ ক্যাম্পাসে ইহুদি শিক্ষার্থীদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

সোমবার হার্ভার্ড কর্তৃপক্ষের কাছে লেখা চিঠি সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের সভাপতি অ্যালান গার্বার বলেছেন, গত শুক্রবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে নিজেদের চাহিদার কথা উল্লেখ করে চিঠি দিয়েছে হোয়াইট হাউস। সেখানে হুমকি দিয়ে বলা হয়েছে, সরকারের সঙ্গে আর্থিক সম্পর্ক ধরে রাখতে হার্ভার্ডকে অবশ্যই ট্রাম্প প্রশাসনের প্রস্তাব মেনে চলতে হবে। এর প্রতিক্রিয়ায় অ্যালান গার্বার বিশ্ববিদ্যালয়ের আইনি পরামর্শকের মাধ্যমে হোয়াইট হাউসকে তাদের প্রস্তাব গ্রহণ না করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। বলেছেন, বিশ্ববিদ্যালয় তার স্বাধীনতা বিসর্জন দেবে না বা তার সাংবিধানিক অধিকারে ছাড় দেবে না। 

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় ইহুদিবিদ্বেষ মোকাবিলাকে হালকাভাবে নেয় না। কিন্তু সরকার এক্ষেত্রে সীমা অতিক্রম করছে। হার্ভার্ডের প্রেসিডেন্ট এই চিঠি পাঠানোর পরপরই যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ জানায়, তারা হার্ভার্ডের জন্য ২ দশমিক ২ বিলিয়ন ডলারের অনুদান এবং ৬০ মিলিয়ন ডলারের চুক্তি তাৎক্ষণিকভাবে স্থগিত করছে।

পাঠকের মতামত

সকল রিজার্ভ এক আমেরিকার কাছে না রেখে বিভিন্ন নির্ভরযোগ্য দেশে রাখা উচিত এবং ডলারের বিকল্প মুদ্রায় কিছু রিজার্ভ রাখা উচিত। কারণ সবকিছু আমেরিকার কাছে থাকলে আমাদের আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়ে ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া খুবই কঠিন হয়ে যাবে। যেমন এখন আরব দেশগুলোকে আমেরিকা গলায় দড়ি দিয়ে বেঁধে রেখেছে। বিশ্ব বিবেক জাগ্রত হোক। ইসরাইলের যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করা হোক। ইসরাইল ও তার প্রকাশ্য এবং গোপন দোসরদের সর্বাত্মকভাবে বয়কট করা হোক। জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ফিলিস্তিনে কাজ করুক। ওআইসিকে কার্যকরভাবে ঢেলে সাজানো হোক। আল্লাহ রাব্বুল আলামীন বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার তাওফীক দান করুন। সকল বাতিল শক্তিকে পরাজিত করুন।

ইরফান
১৫ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৮:২৩ অপরাহ্ন

ট্রাম্পের ঝুলিতে আরেকটু গোবর যোগ হলো

জনতার আদালত
১৫ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ১২:৪৮ অপরাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status