বিশ্বজমিন
টাইমস অব ইসরাইলের রিপোর্ট
শিন বেট প্রধান রোনেন বারের পদত্যাগের পরিকল্পনা
মানবজমিন ডেস্ক
(১ দিন আগে) ১৪ এপ্রিল ২০২৫, সোমবার, ২:৫৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৪১ অপরাহ্ন

ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেটের প্রধান রোনেন বার কয়েক সপ্তাহের মধ্যে পদত্যাগ করছেন। এ পরিকল্পনার কথা জানিয়ে রিপোর্ট দিয়েছে ইসরাইলের চ্যানেল ১২। তাদেরকে উদ্ধৃত করে অনলাইন টাইমস অব ইসরাইল বলছে, গত সপ্তাহে হাইকোর্ট অব জাস্টিস একটি অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করার পর এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত বারকে অবশ্যই পদে বহাল থাকতে হবে। গত মাসে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে বরখাস্ত করার চেষ্টা করেন। এ বিষয়ে আইনি বিরোধের একটি সমঝোতায় পৌঁছানোর জন্য সরকার এবং অ্যাটর্নি জেনারেলকে ২০ এপ্রিল পর্যন্ত সময় দেয়া হয়েছে। তবে, চ্যানেল ১২ জানিয়েছে- বার পদত্যাগ করতে চান। তিনি বিশ্বাস করেন যে, চলমান লড়াই শিন বেটের জন্য বিরাট ক্ষতি করছে। প্রতিবেদনে বলা হয়েছে, বার আগামী সপ্তাহে আদালতে একটি সংক্ষিপ্ত বক্তব্য জমা দেবেন। আশা করা হচ্ছে যে, তিনি চিঠিতে তার উদ্দেশ্য এবং পদত্যাগের তারিখ বিস্তারিতভাবে উল্লেখ করবেন। নেতানিয়াহু মার্চ মাসে বারকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন এই বলে যে, তিনি তার উপর আস্থা হারিয়ে ফেলেছেন। এই পদক্ষেপটি ইসরাইলি ইতিহাসে প্রথমবারের মতো রেকর্ড গড়েছে। তা হলো সরকার দেশীয় নিরাপত্তা সংস্থার প্রধানকে বরখাস্ত করেছে। তবে, এই পদক্ষেপের বিরোধীরা অভিযোগ করছেন, বারকে পদ থেকে অপসারণে নেতানিয়াহুর স্পষ্ট স্বার্থের দ্বন্দ্ব আছে। কারণ শিন বেট প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে তদন্ত চালিযে যাচ্ছে। সমালোচকরা আরও বিস্তৃতভাবে নেতানিয়াহুকে ৭ অক্টোবর, ২০২৩ সালে ইসরাইলের উপর হামাসের হামলার জন্য বারকে বলির পাঁঠা বানানোর চেষ্টা করার অভিযোগ করেন, অথচ নিজেই দায় এড়িয়ে যান। শিন বেট প্রধান বার বলেছেন, কয়েক সপ্তাহের মধ্যে পদত্যাগ করার পরিকল্পনা করছেন তিনি।