বিশ্বজমিন
পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ না করলে ইরানে সামরিক হামলা হবে: ট্রাম্প
মানবজমিন ডেস্ক
(১ সপ্তাহ আগে) ১৫ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৭:১৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৬ পূর্বাহ্ন

ইরানকে আবারও হুমকি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরান যেন পারমাণবিক অস্ত্রের যেকোনো প্রচেষ্টা ত্যাগ করে। অন্যথায় তাদের পারমাণবিক অবকাঠামোতে সম্ভাব্য সামরিক হামলার ঝুঁকি আছে। সোমবার সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প দাবি করেন, ইরান ইচ্ছাকৃতভাবে যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক আলোচনার অগ্রগতি আটকে দিচ্ছে। ওমানে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার মধ্যে বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন। উভয় পক্ষই শনিবারের আলোচনাকে ‘ইতিবাচক এবং ‘গঠনমূলক’ বলে বর্ণনা করেছে। এর সাথে পরিচিত একটি সূত্রের মতে, সামনের সপ্তাহান্তে দ্বিতীয় দফা আলোচনার পরিকল্পনা আছে। তা রোমে হতে পারে। আলোচনার কেন্দ্রবিন্দুতে একটি সম্ভাব্য চুক্তির জন্য বিস্তৃত কাঠামো তৈরি করা হবে। তবে ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, যে যেকোনো চুক্তিতে অবশ্যই ইরানকে সমস্ত পারমাণবিক অস্ত্রের উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে। ইরানকে পারমাণবিক অস্ত্রের ধারণা বাদ দিতে হবে। তাদের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। তেহরানের পারমাণবিক স্থাপনাগুলিতে মার্কিন বিকল্পগুলির মধ্যে সামরিক হামলা অন্তর্ভুক্ত কিনা জানতে চাইলে ট্রাম্প উত্তর দেন, অবশ্যই আছে। তিনি আরও বলেন. ইরান পারমাণবিক অস্ত্র তৈরির ‘মোটামুটি কাছাকাছি’। তবে গুরুতর পরিণতি এড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা হয়। কিন্তু অগ্রগতি ছিল খুব কম। সর্বশেষ ২০১৫ সালের আন্তর্জাতিক পারমাণবিক চুক্তি তখনকার প্রেসিডেন্ট বারাক ওবামার মধ্যস্থতায় হয়। পরে ট্রাম্প তার প্রথম মেয়াদে তা প্রত্যাহার করে নেন।
পাঠকের মতামত
Trump এখনও ঊনবিংশ শতাব্দীর চিন্তা ভাবনা করছে। পৃথিবীর সব দেশ আধুনিক যোদ্ধাস্ত্রের মালিক।
আমেরিকা এবং ইস্রাইলের কাছেও কোন পারমানবিক অস্ত্র থাকতে পারবেনা ।
এই যদি হয় ডোনাল্ড ট্রাম্পের কথা, তাহলে আমি বলব আমেরিকা এবং ইস্রাইলের কাছেও কোন পারমানবিক অস্ত্র থাকতে পারবেনা ।