বিশ্বজমিন
রাশিয়ার সঙ্গে চুক্তির আগে ট্রাম্পকে ইউক্রেন সফরের আহ্বান জেলেনস্কির
মানবজমিন ডেস্ক
(১৮ ঘন্টা আগে) ১৫ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ১১:১০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:৪৪ অপরাহ্ন

রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের যেকোনো চুক্তির আগে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ইউক্রেন সফরের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সিবিএস সিক্সটি মিনিটস প্রোগ্রামে সাক্ষাৎকার দেয়ার সময় এ আহ্বান জানান তিনি। সেখানে ট্রাম্পকে লক্ষ্য করে জেলেনস্কি বলেছেন, দয়া করে যেকোন ধরণের সিদ্ধান্ত বা আলোচনার আগে ইউক্রেনের মানুষ, বেসামরিক, যোদ্ধা, হাসপাতাল, গির্জা ও শিশুদের দেখে যান- যাদের হয় হত্যা করা হয়েছে, না হয় ধ্বংস করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
এতে বলা হয়, রোববার ইউক্রেনের সুমি শহরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। যাতে কমপক্ষে ৩৫ জন নিহত এবং ১১৭ জন আহত হয়েছেন। এই ঘটনার আগেই ওই সাক্ষাৎকারটি দিয়েছিলেন জেলেনস্কি। এদিকে রাশিয়া জানিয়েছে তারা ইউক্রেনীয় সৈন্যদের জমায়েতকে লক্ষ্য করে দুটি ইস্কান্দার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যাতে কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন। যদিও এ বিষয়ে কোনো প্রমাণ দেয়নি মস্কো। হামলা সম্পর্কে জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এটি ভয়াবহ। তাকে বলা হয়েছিল যে ওই হামলা ভুলবশত করা হয়েছে। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। তবে এখন দেখার বিষয় হচ্ছে ট্রাম্প জেলেনস্কির আমন্ত্রণ গ্রহণ করেন কিনা।
ইউক্রেন যুদ্ধ থামাতে হোয়াইট হাউসে ফেরার আগে থেকেই সোচ্চার ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। গত ২০ জানুয়ারি ক্ষমতায় বসার পর এ নিয়ে আরও তৎপর হয়েছেন তিনি। যুদ্ধ থামানোর জন্য ইউক্রেনে বিশেষ দূত হিসেবে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কেইথ কেলগকে নিয়োগ দিয়েছেন। সুমি শহরে রাশিয়ার হামলার পর কেলগ বলেছেন, ওই হামলা শিষ্টাচারের যেকোনো সীমা অতিক্রম করেছে।