বিশ্বজমিন
টেক্সাসে ভয়াবহ বন্যা: ১৫ শিশু সহ মৃত ৪৩
মানবজমিন ডেস্ক
(১১ ঘন্টা আগে) ৬ জুলাই ২০২৫, রবিবার, ৯:৩৪ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩। এর মধ্যে ১৫ জনই শিশু। শত শত উদ্ধারকারী জীবিতদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। কের কাউন্টির শেরিফ ল্যারি লেইথা বলেন, উদ্ধার অভিযান চলবে যতক্ষণ না শেষ ব্যক্তিকে পাওয়া যায়। অভিযান দ্বিতীয় রাতে গড়ালে স্থানীয় কর্মকর্তারা জানান, গুয়ার্দালুপে নদীর তীরে অবস্থিত একটি খ্রিস্টান যুব শিবির থেকে এখনও ২৭টি শিশু নিখোঁজ রয়েছে। এই শিবিরের অনেক শিশুই ছিল ১২ বছরের নিচে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক পিতা-মাতা ইতিমধ্যেই সন্তানদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এ পর্যন্ত প্রায় ৮৫০ জনকে উদ্ধার করা হয়েছে। সপ্তাহান্তজুড়ে মধ্য টেক্সাসে একাধিক ফ্ল্যাশ ফ্লাড সতর্কতা জারি রয়েছে। শনিবার এক প্রেস ব্রিফিংয়ে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেন, উদ্ধার তৎপরতা জোরদারে তিনি একটি সম্প্রসারিত দুর্যোগ ঘোষণা স্বাক্ষর করেছেন। তিনি বলেন, আমরা নিরলসভাবে কাজ করবো যতক্ষণ না প্রতিটি নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়। কাজ শেষ না হওয়া পর্যন্ত থামবো না। স্থানীয় কর্মকর্তারা জানান, এটি এখনো উদ্ধার অভিযান হিসেবেই চালানো হচ্ছে। নদীর তীর ধরে তল্লাশি চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেন, তার প্রশাসন স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম জানান, কোস্টগার্ডও উদ্ধার অভিযানে যোগ দেবে। আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, সপ্তাহান্তে আরও ভারি বৃষ্টিপাত হতে পারে।