অনলাইন
ড্রোন শো’তে মুগ্ধ লাখো দর্শক
স্টাফ রিপোর্টার
(১ দিন আগে) ১৪ এপ্রিল ২০২৫, সোমবার, ১১:০৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৪৮ অপরাহ্ন

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ড্রোন শো'র মাধ্যমে বাংলা নববর্ষের কর্মসূচি পালন করা হয়েছে। এবারের ব্যতিক্রম এই আয়োজনে ২৪ এর গণ অভ্যুত্থানের নানা চিত্র তুলে ধরা হয়। অপূর্ব এই দৃশ্য দেখতে ভিড় করেন হাজারো মানুষ।
ছাত্র-জনতার আন্দোলনে বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো আবু সাঈদ, পানির বোতল হাতে প্রতীকী মুগ্ধ, ‘২৪-এর বীর’, পায়রার খাঁচা ভাঙা থিম এবং ফিলিস্তিনের জন্য প্রার্থনার চিত্র তুলে ধরা হয় শো-তে।
সোমবার সন্ধ্যা ৭টায় ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের কারিগরি সহযোগিতায় এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় এ ড্রোন শো আয়োজন করা হয়।
এছাড়া মানিক মিয়া এভিনিউতে ছিল নববর্ষের কনসার্ট। সন্ধ্যার পর পুরো এলাকা লোকারন্য হয়ে উঠে।
কনসার্ট ও ড্রোন শোতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ প্রমুখ উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত
Amazing show, something new. Thanks for them who arranged and specially to China.