অনলাইন
বৃটেনে ৮৫টি মুসলিম কবর ভাঙচুর
আরিফ মাহফুজ, লন্ডন থেকে
(২ দিন আগে) ১৬ এপ্রিল ২০২৫, বুধবার, ৭:৪৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৫১ পূর্বাহ্ন

বৃটেনে ৮৫টি মুসলিম কবর ভাঙচুর করেছে অজ্ঞাতরা। কবরগুলোর মধ্যে বেশির ভাগই শিশুদের। মঙ্গলবার (১৫ এপ্রিল) ওয়াটফোর্ডের কারপেন্ডারস পার্ক লন কবরস্থানে এই ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনাকে ইসলামবিদ্বেষী ঘৃণাজনিত অপরাধ হিসেবে চিহ্নিত করে তদন্ত শুরু করেছে পুলিশ ।
হ্যার্টফোর্ডশায়ার পুলিশের ইনস্পেক্টর উইল রজার্স-ওভেরি বলেছেন, এই ভয়াবহ ঘটনায় মুসলিম সম্প্রদায় বিশেষভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছি এবং আগামী দিনে তাদের সঙ্গে আরও সতর্কতার সাথে কাজ করব।
স্থানীয় ফিউনারেল সার্ভিসও এই হামলাকে হৃদয়বিদারক এবং অবর্ণনীয় অপমান বলে উল্লেখ করেছে। ব্রেন্ট কাউন্সিলের নেতা মোহাম্মদ বাট বলেছেন, এই হামলা ইসলামবিদ্বেষী ঘৃণার বহিঃপ্রকাশ এবং দ্রুত কবরগুলোর নাম ফলক পুনঃস্থাপন করা হবে।
কনজারভেটিভ কাউন্সিলর আব্বাস মেরালি এই ঘটনাকে বর্বরোচিত কর্মকাণ্ড বলে অভিহিত করে বলেন, এটি শোকাহত পরিবারগুলোকে গভীর কষ্ট দিয়েছে এবং গোটা সম্প্রদায়ে এক গভীর ব্যথার সৃষ্টি করেছে। স্থানীয় মুসলিম সম্প্রদায়ের জন্য এটি এক মর্মান্তিক ঘটনা, যা তাদের মধ্যে গভীর শোকের সৃষ্টি করেছে বলে জানা যায়।
হামলার পর এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। পুলিশ অতিরিক্ত টহল জোরদার করেছে এবং এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের তথ্য দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে।