ঢাকা, ১৬ এপ্রিল ২০২৫, বুধবার, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

প্রবাসী বিএনপি নেতাদের তারেক রহমান: সংস্কার চলমান প্রক্রিয়া

এমরান হোসেন তালুকদার, মালদ্বীপ

(১ দিন আগে) ১৪ এপ্রিল ২০২৫, সোমবার, ৯:০৫ অপরাহ্ন

mzamin

রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রবাসী নেতা কর্মীদের নিয়ে '' নাগরিক ভাবনা শীর্ষক'' এক আলোচনা সভা আয়োজন করে। রবিবার  অনুষ্ঠিত আলোচনা সভায়, মালদ্বীপ সহ বহির্বিশ্বের প্রায় ৫৫টি দেশের সহস্রাধিক বিএনপি'র সিনিয়র নেতৃবৃন্দরা ভার্চুয়ালি এই আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

বহির্বিশ্ব বিএনপি'র সাংগঠনিক সমন্বয়ক ও জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন এর সঞ্চালনায় ভার্চুয়ালি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান আলোচক হিসেবে অংশগ্রহণ করেন, ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল, বিশেষ আলোচক অংশগ্রহণ করেন, ইসমাঈল জাবিউল্লা, ড: মাহাদী আমিন।

প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরুতে তিনি বলেন, ৩১ দফার পূর্বে ভিশন ২০/৩০ যা ২০১৬ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উপস্থাপন করেছিলেন। পরবর্তীতেই দেশের রাজনীতির পরিস্থিতি সবকিছুর বিবেচনায় বাংলাদেশের জাতীয়তাবাদী দল ২৭ দফা উপস্থাপন করে। তার উপরে প্রায় দেড় থেকে দুই বছর আগে ৩১ দফা উপস্থাপন করে জাতির সামনে। বিএনপি বিগত ৪০ বছরে যে আদর্শ তৈরি করেছে, বাংলাদেশের কোটি কোটি মানুষ এই আদর্শকে বিশ্বাস করে। এই দলের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করতে গিয়েই বিএনপির হাজারো নেতাকর্মী শহীদ হয়েছেন। হাজারো নেতা কর্মী গুম খুনের শিকার হয়েছেন, দলের লক্ষ লক্ষ নেতাকর্মী নির্যাতন আর অত্যাচারের শিকার হয়েছেন।

তিনি আর বলেন, এই জাতি এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে ক্ষেত্র বিশেষে সংস্কারের প্রয়োজন আছে। এটি একটি চলমান প্রক্রিয়া। বিএনপি যখন হাজার হাজার গায়েবি মামলায় জর্জরিত, লক্ষ লক্ষ নেতাকর্মী জেলখানায় বন্দি, ঠিক তখনই বিএনপি শেখ হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে সংস্কারের প্রস্তাব করেছিল। ঠিক তখনই বিএনপির সংস্কারের কথা বলেছিল, যখন বিএনপি রাজপথে স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করেছে , আন্দোলন করছে আরেকদিকে দেশ গঠনের চিন্তা করেছে।

তিনি বলেন,  বিএনপির সরকারে থাকে অথবা বিরোধী দলে থাকে বিএনপির সব সময় জনগণের সাথে সম্পর্কিত, এবং সব সময় চেষ্টা করে জনগণের সাথে থাকতে, জনগণকে সাথে রাখতে। দেশের মানুষের স্বার্থ রক্ষায় ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দেশে এবং প্রবাসের নেতাকর্মীদের স্ব-স্ব অবস্থান থেকে কাজ করে যেতে হবে। ৩১ দফায় বাংলার মানুষের মুক্তির সনদ হিসেবে বিবেচিত। 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status