ভারত
ভারতে আনা তাহাউর রানার ১৮ দিনের এনআইএ হেফাজত
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(১ সপ্তাহ আগে) ১১ এপ্রিল ২০২৫, শুক্রবার, ১১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র থেকে বিশেষ বিমানে বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতে নিয়ে আসা হয়েছে ২৬/১১ মুম্বই হামলায় অভিযুক্ত তাহাউর হুসেইন রানাকে। ভারতে বিমানটি অবতরণের পরে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) আনুষ্ঠানিকভাবে তাকে গ্রেপ্তার করে। বিমানবন্দরেই তার মেডিকেল চেকআপ করা হয়। বৃহস্পতিবার রাতেই রানাকে পাতিয়ালা হাউসের বিশেষ এনআইএ আদালতে পেশ করা হয়। বিচারক ১৮ দিনের এনআইএ হেফাজত মঞ্জুর করেন। এরপর মধ্যরাতে রানাকে এর আগে দফতরে নিয়ে যাওয়া হয়। শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ।
তাহাউর রানাকে ভারতে ফেরানোর পরে একটি বিবৃতি দিয়ে এনআইএ জানিয়েছে, ২০০৮ সালের মুম্বাইয়ের জঙ্গি হানার মূল ষড়যন্ত্রী ছিলেন রানা। বিবৃতিতে এনআইএ জানিয়েছে, '২৬/১১ মুম্বই জঙ্গি হানার মূলচক্রী তাহাউর হুসেন রানাকে বৃহস্পতিবার ভারতে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে। ২০০৮ সালের ওই ঘটনায় মূল ষড়যন্ত্রীকে বিচারের আওতায় আনার জন্য বেশ কয়েক বছর ধরে চেষ্টা চলছিল।
অভিযোগ, পাক বংশোদ্ভূত আর এক সন্ত্রাসবাদী ডেভিড কোলম্যান হেডলি ওরফে দাউদ গিলানির সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। হেডলির সঙ্গে মিলেই ২৬/১১-র মুম্বই হামলার পরিকল্পনা করেছিলেন রানা। নিষিদ্ধ জঙ্গি সংগঠন লশকর-এ-তৈয়বার সঙ্গেও যোগ ছিল তার। পাশাপাশি তার যোগাযোগ ছিল অপর সংগঠন হরকত-উল-জিহাদি ইসলামির (হুজি) সঙ্গে । এনআইএ জানিয়েছে, পাকিস্তানে থাকা কিছু ষড়যন্ত্রীর সঙ্গেও রানা যোগাযোগ রাখতেন।
২৬/১১ হামলার ঘটনায় রানার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, ভারত সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, হত্যা, জালিয়াতি এবং বেআইনি গতিবিধি (প্রতিরোধ) আইন বা ইউএপিএ-র আওতায় অভিযোগ রয়েছে।
তাহাউর রানার প্রত্যর্পণ ফের একবার উস্কে দিচ্ছে ২০০৮ সালে ২৬ নভেম্বর ভারতে মুম্বই হানার রক্তাক্ত অধ্যায়। ১৭০ জন মানুষ সেই জঙ্গি হামলায় মৃত্যুর কোলে ঢোলে পড়েছিলেন। মুম্বই হামলার পরের বছর ২০০৯ সালে তাকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্র। এবার ২০২৫ সালে যুক্তরাষ্ট্র তাকে প্রত্যর্পণ করেছে ভারতের হাতে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে তাহাউর রানাকে ভারতের হাতে প্রত্যর্পণ নিয়ে মোদি সরকারের ভূয়সী প্রশংসা করেন।