ঢাকা, ১৩ নভেম্বর ২০২৪, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৬ হিঃ

ভারত

'ধর্ষকদের সোজা গুলি করে মারা উচিত, যাতে একটা ভয় কাজ করে'

মানবজমিন ডিজিটাল

(১ মাস আগে) ৬ অক্টোবর ২০২৪, রবিবার, ২:৫৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৩৩ পূর্বাহ্ন

mzamin

কলকাতার আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদ করে ধর্ষকদের ফাঁসির দাবি তুলেছিলেন অভিনেতা তথা তৃণমূলের এমপি দেব। এবার পশ্চিমবঙ্গের জয়নগরের নাবালিকা ধর্ষণ-খুনের ঘটনায় এনকাউন্টারের নিদান দিলেন তিনি! বারুইপুরে নিজের ছবির প্রচারে গিয়ে জয়নগর ইস্যুতে সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখে পড়ে এই তৃণমূল এমপি বলেন  ‘ধর্ষকদের গুলি করে মেরে দেয়া উচিত। ওদের মনে এমন একটা ভয় কাজ করা উচিত যাতে এমনটা কেউ না করার কথা ভাবে। মানুষের করের টাকায় এদের বাঁচিয়ে রাখার দরকার নেই।’ এরপরেই তার সংযোজন, ‘একজন জনপ্রতিনিধি হিসেবে আমি  কাউকে গুলি করার কথা বলতে পারি না। তবে, এমন একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া উচিত, যাতে এটাকে আটকানো যায়।’

জয়নগরের মহিষমারি এলাকায় একটি জলাভূমি থেকে শুক্রবার রাতে উদ্ধার করা হয় এক নাবালিকার মরদেহ। নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে দাবি পরিবারের। পাশাপশি পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তোলা হয়েছে পরিবারের তরফে। এই ঘটনায় রণক্ষেত্রের পরিস্থিতি নেয় গোটা এলাকা। দেব কার্যত গোটা সিস্টেমকে নিয়েই প্রশ্ন তুলেছেন। তার কথায়, ‘আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা অনেক ভালো। কিন্তু তা-ও আমরা মা-বোনেদের বাঁচাতে পারছি না! তাই এমন আইন আনতে হবে যাতে মানুষের মধ্যে ভয় থাকে।’

প্রসঙ্গত, এর আগে আরজি কর কাণ্ডের প্রতিবাদে সামিল হয়ে দেবের বক্তব্য ছিল, 'ধর্ষকদের ক্যাপিটাল পানিশমেন্ট দেয়া এখনই শুরু করতে হবে!' আরজি কর কাণ্ডের পর ঠিক একই রকমভাবে ধর্ষকের এনকাউন্টারের পক্ষে সওয়াল করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'এই ধরনের ঘটনা যারা ঘটায় তাদের সমাজে থাকার অধিকার নেই। আপনারা কি মনে করেন, যে এই ঘটনা ঘটালো তার বেঁচে থাকার অধিকার আছে? সাত দিনের মধ্যে আইন করে এনকাউন্টারে মারা উচিত দোষীকে।" শুধু তাই নয়, কড়া আইনের লক্ষ্যে রাজ্য বিধানসভায় ‘অপরাজিতা’ বিল পাস করে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার।

সূত্র: টেলিগ্রাফ

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status