ভারত
পশ্চিমবঙ্গে যোগ্য শিক্ষকরা আপাতত স্কুলে যেতে পারবেন: সুপ্রিম কোর্ট
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(২ দিন আগে) ১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৪:৪৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:৫৬ অপরাহ্ন

সুপ্রিম কোর্টের রায়ে পশ্চিমবঙ্গের সাড়ে ২৫ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি একসঙ্গে বাতিল হওয়ার ফলে রাজ্যের শিক্ষা ক্ষেত্রে সঙ্কট তৈরি হয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ যে রিভিউ পিটিশন দাখিল করেছিল তাতে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার জানিয়েছে, ‘যাঁরা ‘দাগি’ বা ‘অযোগ্য হিসাবে চিহ্নিত’ নন, এমন যোগ্য নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষকেরা আপাতত স্কুলে যেতে পারবেন । তবে নতুন এই নির্দেশ গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য প্রযোজ্য নয়। তাঁদের ক্ষেত্রে আগের নির্দেশই বহাল থাকবে। শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ, আগামী ৩১ মে-র মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি দিতে হবে। ওই মর্মে ৩১ মে-র মধ্যে আদালতে হলফনামা দিয়ে তা জানাতে হবে। বিচারপতিদের আরও নির্দেশ, বর্ষশেষের আগেই পরীক্ষা নিয়ে শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া। বেঁধে দেওয়া এই সময়ের মধ্যে নির্দেশ কার্যকর নাহলে তা প্রত্যাহার করা হবে বলেও জানিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। সে ক্ষেত্রে ফের প্রয়োজনীয় নির্দেশ দেবে আদালত।
আদালতে পর্ষদের আবেদনে বলা হয়, রাজ্যের ৯,৪৮৭টি উচ্চ বিদ্যালয় এবং ৬,৯৫২টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সুপ্রিম কোর্টের রায়ের ফলে শিক্ষক সঙ্কট তৈরি হবে। গত ৩ এপ্রিল চাকরি বাতিলের রায় দিয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। দুর্নীতির অভিযোগে এসএসসির ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় আদালত। বহাল রাখা হয় কলকাতা হাই কোর্টের নির্দেশ। এর ফলে ২৫ হাজার ২৫৭৫৩ জনের চাকরি গিয়েছে। এঁদের মধ্যে ‘চিহ্নিত অযোগ্য’ রয়েছেন অনেকে। অযোগ্যদের বেতন ফেরতের নির্দেশ দিয়েছে আদালত। সিবিআই তদন্ত করে তাঁদের ‘অযোগ্য’ বলে চিহ্নিত করেছে। তবে তাঁদের পাশাপাশি চাকরি গিয়েছে ‘যোগ্য’দেরও।