ভারত
পূজার কার্নিভালের পাল্টা ডাক্তারদের ‘দ্রোহের কার্নিভাল’
সেবন্তী ভট্টাচার্য্য , কলকাতা থেকে
(১ মাস আগে) ১৫ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ৩:৪৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৩৯ পূর্বাহ্ন
মঙ্গলবার কলকাতার রেড রোডে পূজার কার্নিভাল। বিকাল ৪টা থেকে শুরু হওয়া এই কার্নিভালের সময়েই 'দ্রোহের কার্নিভাল'-এর ডাক দিয়েছেন সিনিয়র চিকিৎসকরা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে উৎসবকে 'বয়কট' করে 'জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্স'-এর উদ্যোগে এই কার্নিভাল। এই কর্মসূচি ঘিরে এলাকা উত্তপ্ত হওয়ার আশঙ্কা করছে কলকাতা পুলিশ। আর অশান্তি এড়াতে ধর্মতলার আশেপাশের এলাকায় জমায়েত নিষিদ্ধ করা হলো। মঙ্গলবার সকালেই বিজ্ঞপ্তি জারি করে অন্তত ৭টি জায়গায় জমায়েতে ‘না’ বললেন পুলিশ কমিশনার মনোজ বর্মা। ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করা হলো। এই ধারা অনুযায়ী, সংশ্লিষ্ট এলাকায় একসঙ্গে চার জনের বেশি কেউ জড়ো হতে পারবেন না। লাঠি বা কোনও অস্ত্র নিয়েও ঘোরা যাবে না। পাশাপাশি কোনও ধরনের মিছিল, সভা, ধর্না, জমায়েত বা বিক্ষোভও প্রদর্শন করা যাবে না ১৬৩ ধারা জারি থাকা এলাকায়। বাংলার দুর্গোৎসব ইউনেস্কোর ‘কালচারাল হেরিটেজ’ তকমা পাওয়ার পর থেকেই বিসর্জনে কার্নিভাল শুরু কলকাতায়। দশমীর কদিন পর রেড রোডে শহরের নামী পূজাগুলোর প্রদর্শনীর মাধ্যমে গঙ্গায় ভাসান হয়। আমন্ত্রিত থাকেন দেশি-বিদেশি অতিথিরা। তবে এবছর শহরে উৎসবের পরিবেশ খানিকটা ভিন্ন। পূজার আগেই আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের মতো ঘটনা ঘটে গিয়েছে। যা নিয়ে তোলপাড় গোটা দেশ। পূজা কার্নিভালের দিন এই দ্রোহ কার্নিভালের কর্মসূচি প্রত্যাহারের জন্য আবেদন জানিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব। তাতে সাড়া না দিয়ে মুখ্যসচিবের বৈঠকে গিয়ে চিকিৎসকদের সংগঠন তাকেই দ্রোহ কার্নিভালে আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন।
এদিকে আবারও হাসপাতালে আরও এক অনশনরত জুনিয়র ডাক্তার। আর জি কর কাণ্ডের প্রতিবাদে ১০ দফা দাবিতে গত ৫ অক্টোবর থেকে ধর্মতলায় আমরণ অনশনে বসেন ছয় জুনিয়র ডাক্তার। এবার ডোরিনা ক্রসিংয়ের মঞ্চে আচমকা অসুস্থ হয়ে পড়লেন অনশনকারী জুনিয়র চিকিৎসক তনয়া পাঁজা। সোমবার সন্ধেয় মঞ্চের পাশের শৌচালয়ে যাওয়ার সময় জ্ঞান হারান তিনি। সঙ্গে সঙ্গে অ্যাম্বুল্যান্সে চাপিয়ে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন। উল্লেখ্য, ইতিপূর্বে অনশনরত আরও ৪ জুনিয়র ডাক্তার হাসপাতালে ভর্তি হয়েছেন। সেই সংখ্যাটা বেড়ে হল ৫।