ভারত
ওয়াকফ আইনের বিরুদ্ধে কোন পথে লড়তে হবে, বুঝিয়ে দিলেন মমতা
সেবন্তী ভট্টাচার্য্য, কলকাতা থেকে
(৩ দিন আগে) ১৬ এপ্রিল ২০২৫, বুধবার, ২:২৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:৩৩ অপরাহ্ন

বুধবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম-মুয়াজ্জেনদের সমাবেশে যোগ দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াকফ আইনের বিরুদ্ধে কোন পথে লড়তে হবে? এদিনের অনুষ্ঠানমঞ্চ থেকে তা বুঝিয়ে দিলেন তিনি। এলাকায় শান্তি বজায় রাখার বার্তা দিয়ে তিনি বলেন, ‘এখানে নয়, দিল্লিতে আন্দোলন করুন।’ ওয়াকফ ইস্যুতে সম্প্রতি রাজ্যের মুর্শিদাবাদ-সহ বেশ কয়েকটি জেলা অশান্ত হয়ে উঠেছিল। যদিও পুলিশের হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। মুখ্যমন্ত্রী জানান, অশান্তিতে যাদের মৃত্যু হয়েছে, তাদের পরিবারকে ১০ লক্ষ টাকা সাহায্য করা হবে। যাদের বাড়ি, ঘরদোর ক্ষতিগ্রস্ত হয়েছে, ‘বাংলার বাড়ি’ যোজনায় সেসব বানিয়ে দেয়া হবে। এছাড়া যেসব দোকান পুড়েছে, ভেঙেছে, তা খতিয়ে দেখে হিসেবনিকেশ করার দায়িত্ব দেয়া হয়েছে মুখ্যসচিবকে। দিন কয়েক আগে ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে রীতিমতো উত্তাল হয়ে উঠেছিল মুর্শিদাবাদ-সহ রাজ্যের বেশ কয়েকটি এলাকা। আক্রান্ত হয়েছে বহু পরিবার। এই পরিস্থিতিতে গোটা ঘটনায় NIA তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মুর্শিদাবাদে আক্রান্তদের পরিবারের সদস্যরা। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। মামলাকারীরা জানিয়েছেন ,অশান্তির জেরে একাধিক গ্রাম ছেড়ে পালিয়েছে বহু পরিবার। তাদের মধ্যে অধিকাংশই নারী। ঘরহারা পরিবারগুলো আশ্রয় নিয়েছে পড়শি জেলা মালদহের বৈষ্ণবনগরের বিভিন্ন স্কুলে। জানা গেছে, সুতি, ধুলিয়ান, সামশেরগঞ্জ-সহ একাধিক এলাকায় বেশ কয়েকজন বাসিন্দা মামলা করেছেন। তাদের বক্তব্য, তাদের বাড়িতে বোমা মারা হয়েছে। তারা আক্রান্ত হয়েছেন। পুলিশের কাছে অভিযোগ জানানোর পরেও পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি বলেই বলেই অভিযোগ। এসপিকে মেইল করেও কোনও জবাব পাওয়া যায়নি বলেই দাবি।