ঢাকা, ৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার, ২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাবান ১৪৪৬ হিঃ

ভারত

অ্যাপ্রনে দশ আঙুলের ‘রক্তের’ ছাপ, তা পরেই রোগী পরিষেবা দেবেন জুনিয়র ডাক্তাররা

সেবন্তী ভট্টাচার্য্য , কলকাতা থেকে

(৪ মাস আগে) ৭ অক্টোবর ২০২৪, সোমবার, ৪:৩৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:০৭ অপরাহ্ন

mzamin

কলকাতার আরজি কর হাসপাতালের নির্যাতিতা তরুণী চিকিৎসকের কথা তুলে ধরতে উদ্যোগ নিলেন জুনিয়র ডাক্তারেরা।  সাদা অ্যাপ্রন। তার চারদিকে  দশ আঙুলের ‘রক্তের’ দাগ। এমন অ্যাপ্রন পরেই আজ  মেডিক্যাল কলেজগুলিতে রোগী পরিষেবা দেবেন জুনিয়র ডাক্তাররা। সাদা অ্যাপ্রন ও গলায় স্টেথোস্কোপ, এই রূপেই এক চিকিৎসককে দেখে অভ্যস্ত আমরা। কিন্তু সেই সাদা অ্যাপ্রনে যদি রক্তের দাগ লাগে, তখন? এমনই তো হয়েছিল আর জি করের তরুণী চিকিৎসকের সঙ্গে। রক্তের দাগ লেগেছিল তাঁর অ্যাপ্রনে। এবার তাই সেই রক্ত মাখা অ্যাপ্রন হয়ে উঠল জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের প্রতীক। সেই প্রতীক নিয়েই আন্দোলনে সামিল তারা।সিনিয়র চিকিৎসকদেরও এই অ্যাপ্রন পরার অনুরোধ জানান জুনিয়র ডাক্তাররা। গত ৯ আগস্ট আরজি করের সেমিনার হলে তরুণী চিকিৎসকের  দেহ উদ্ধার হয়। তাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। তার নৃশংস পরিণতির প্রতিবাদে আন্দোলনে নামেন জুনিয়র ডাক্তাররা। টানা কর্মবিরতির পর আবার কাজে ফিরেছেন তারা। কিন্তু, আন্দোলন থামাননি। ১০ দফা দাবিতে ধর্মতলায় আমরণ অনশনে বসেছেন সাত জুনিয়র ডাক্তার। এবার নির্যাতিতার  যন্ত্রণার কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে সোমবার সাদা অ্যাপ্রনে প্রতীকী রক্তের ছাপ লাগিয়ে রোগী পরিষেবা দেবেন জুনিয়র ডাক্তাররা।  এক আন্দোলনকারী বলছেন , “আমরা কাজে ফিরেছি। কিন্তু, অপরাধ কমেনি। ধর্ষকদের বিন্দুমাত্র ভয় নেই, কারণ উপযুক্ত শাস্তি হয়নি। তাই, দিনের পর দিন একই অপরাধ করে চলেছে তারা ।” তাঁরা চাইছেন, সিনিয়ররাও তাঁদের সঙ্গে এই অ্যাপ্রন পরে কাজ করুন।

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status