ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

আমেরিকা থেকে ভারতে ফেরানো হচ্ছে ২৬/১১ মুম্বই হামলায় অন্যতম চক্রী তাহাউর হুসেন রানাকে

মানবজমিন ডিজিটাল

(১ সপ্তাহ আগে) ৯ এপ্রিল ২০২৫, বুধবার, ১০:৫৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:৩৬ অপরাহ্ন

২৬/১১ মুম্বই হামলার অন্যতম মূলচক্রী তাহাউর হুসেন রানাকে আজ ভারতে প্রত্যর্পণ করা হতে পারে। আজ বুধবার সন্ধ্যে কিংবা গভীর রাতে বিশেষ বিমানে তাকে নিয়ে ফিরবে এনআইএ-র তদন্তকারী দল। ইতিমধ্যেই এই কুখ্যাত জঙ্গির জন্য প্রস্তুত রাখা হয়েছে দিল্লি ও মুম্বইয়ের দুটি জেল। রয়েছে আঁটোসাঁটো নিরাপত্তা। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, গোটা  বিষয়টির তত্ত্বাবধানে রয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ আধিকারিকরা। ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বই হামলায় ১৭৪ জনেরও বেশি মানুষ নিহত এবং শতাধিক আহত হন। পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা এই হামলা চালিয়েছিল। রানার বিরুদ্ধে অভিযোগ, সে তার সহযোগী ডেভিড কোলম্যান হেডলিকে মুম্বই হামলার পরিকল্পনায় সাহায্য করেছিলেন। রানার ইমিগ্রেশন কনসালটেন্সি ফার্মের কর্মী সেজে মুম্বইয়ের রেকি করেছিল হেডলি। রানা তার শিকাগো-ভিত্তিক সংস্থা ফার্স্ট ওয়ার্ল্ড ইমিগ্রেশন সার্ভিসেসের মাধ্যমে হেডলিকে ভারতে একটি অফিস খোলার অনুমতি দেয় যাতে হেডলি সহজেই মুম্বই ভ্রমণ করতে পারে। ২০০৭ থেকে ২০০৮ সালের মধ্যে হেডলি পাঁচবার ভারতে ভ্রমণ করেছিল এবং তাদের সবকটিতেই সে ২৬/১১ হামলার জন্য রেকি করেছিল। সেই সময় তাঁর কাছে যে পাঁচ বছরের ভিসা ছিল, তা জোগাড় করতে রানা তাকে সাহায্য করেছিল। মুম্বই পুলিশ তাদের দু'জনের মধ্যে ই-মেল কথোপকথনও খুঁজে পেয়েছে, যেখানে তারা আইএসআইয়ের মেজর ইকবালের বিষয়ে আলোচনা করা হয়েছিল।এখনও পর্যন্ত ভারতে একমাত্র আজমল কাসাবই ২৬/১১ হামলার জন্য দোষী সাব্যস্ত হয়েছে। ২০১২ সালে ফাঁসি হওয়া একমাত্র জীবিত সন্ত্রাসী ছিল কাসাব। বাকিরা সব সন্ত্রাসী সেই হামলাতেই নিহত হয়েছিল।

ডনাল্ড ট্রাম্প ফের আমেরিকার প্রেসিডেন্ট পদে বসতেই বড় কূটনৈতিক জয় পায় ভারত। তাহাউর রানাকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দেয় মার্কিন সুপ্রিম কোর্ট। ভারত-মার্কিন বন্দি প্রত্যর্পণ চুক্তি মেনে তাকে দিল্লির হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে সিলমোহর দিয়েছিল আমেরিকার শীর্ষ আদালত। কিন্তু সেই রায়ের উপর জরুরিভিত্তিক স্থগিতাদেশ চেয়ে ফের আদালতে গিয়েছিল রানা। দাখিল করেছিল রিভিউ পিটিশান। কিন্তু লাভ হয়নি। গত ৭ এপ্রিল (সোমবার) পাক নাগরিক তথা কানাডার ব্যবসায়ীর আবেদন খারিজ করে দেয় মার্কিন সুপ্রিম কোর্ট।তারপরই শুরু হয় রানাকে ভারতে ফেরানোর প্রক্রিয়া। আমেরিকায় পৌঁছে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র বিশেষ দল। এনআইএ-র আইজি পদমর্যাদার অফিসার আশিস বাটরা, ডিআইজি মর্যাদার জয়া রায় এবং একজন ডেপুটি এসপি পদমর্যাদার অফিসার-সহ আরও তিন গোয়েন্দা অফিসার রয়েছেন সেই দলে। সূত্রের খবর, প্রথমে দিল্লিতে রানাকে জেরা করতে পারে এনআইএ। তাই তিহার জেলে একটি বিশেষ সেল প্রস্তুত করা হয়েছে।  

সূত্র: দা হিন্দু

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status