ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

ডিপি ওয়ার্ল্ড প্রধানকে ড. ইউনূস

সম্ভাবনার দেশ বাংলাদেশ, আসুন, বিনিয়োগ করুন

স্টাফ রিপোর্টার

(১ সপ্তাহ আগে) ৯ এপ্রিল ২০২৫, বুধবার, ১০:২৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:০৫ অপরাহ্ন

mzamin

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডিপি ওয়ার্ল্ডের গ্রুপ চেয়ারম্যান ও সিইও সুলতান আহমেদ বিন সুলাইমান। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বৈঠকে বাংলাদেশের বন্দর ও লজিস্টিক অবকাঠামোতে কৌশলগত বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা হয়। কিছুদিন আগে দাভোসে দুইজনের মধ্যকার বৈঠকেরই ধারাবাহিকতা এটি। যেখানে ডিপি ওয়ার্ল্ড প্রধান চট্টগ্রামে নিউ মুরিং কন্টেইনার টার্মিনালে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছিলেন। প্রস্তাবিত বিনিয়োগের লক্ষ্য হচ্ছে চট্টগ্রাম বন্দরের জট কমানো, কার্বন নির্গমণ হ্রাস এবং দেশের প্রধান সামুদ্রিক প্রবেশদ্বারের দক্ষতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো। প্রফেসর ইউনূস বলেন, এটি হচ্ছে সম্ভাবনার দেশ। বাংলাদেশে আসুন এবং এটিকে আমরা বাস্তবায়ন করি। সুলতান আহমেদ মিন সুলাইমান তার কোম্পানির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বলেন, আমরা অংশীদারিত্বের জন্য আগ্রহী। আপনাদের অগ্রগতিই আমাদের অগ্রগতি। চট্টগ্রাম থেকে দুবাই, আফ্রিকা এটি আমারে একটি যৌথ স্বপ্ন। প্রধান উপদেষ্টা ডিপি ওয়ার্ল্ডকে দেশের মৎস্য, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও হালাল মাংস রপ্তানিসহ অন্যান্য সম্ভাবনাময় খাতে বিনিয়োগ বিবেচনার আহ্বান জানান। তিনি বাংলাদেশি কর্মীদের দক্ষতা উন্নয়নের ওপরও গুরুত্বারোপ করেন। এছাড়াও তিনি বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা উন্নয়নের ওপর জোর দেন। বলেন, আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের কর্মশক্তিকে যথাযথ প্রশিক্ষণ প্রদান করা, এবং আমরা তা নিশ্চিত করব। যেটিকে ডিপি ওয়ার্ল্ড প্রধান ইতিবাচক হিসেবে বিবেচনা করেছেন। বলেন, আরব আমিরাত কর্তৃপক্ষ বাংলাদেশিদের জন্য ভিসা সহজকরণসহ সার্বিক বিষয়ে সহায়তা নিশ্চিত করতে কাজ করছে। তিনি আরও জানান, চীন ও ভারতের বাণিজ্য মার্টের সাফল্যের পর তারা বাংলাদেশি পণ্যের প্রচারের জন্য একটি বাংলাদেশ মার্ট চালু করার পরিকল্পনা করছেন। বলেন, আমরা কাঠ, মারবেল, কৃষিপণ্যের মতো বাংলাদেশি পণ্যসমূহ তুলে ধরতে চাই। এবং সেগুলোকে বিশ্বের সামনে নিয়ে আনতে চাই। বৈঠকে উপস্থিত প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত বলেন, আমরা সাধারণ বাংলাদেশিদের জন্য ভিসা সমস্যা সমাধানের জন্য কাজ করছি। আশা করছি শিগগিরই এটি সমাধান হবে। বৈঠকে বলা হয়, আবুধাবির দুটি কোম্পানি সম্প্রতি প্রায় ৫০০ শ্রমিক বাংলাদেশ থেকে নিয়োগ দিয়েছে। ডুবাই-ভিত্তিক ডিপি ওয়ার্ল্ড একটি শীর্ষস্থানীয় বৈশ্বিক লজিস্টিক কোম্পানি, যারা বন্দর উন্নয়ন, সামুদ্রিক সেবা, লজিস্টিকস এবং প্রযুক্তিনির্ভর বাণিজ্য সুবিধা প্রদানের জন্য খ্যাত। প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক বিশেষ সহকারী লামিয়া মোর্শেদ এ সময় উপস্থিত ছিলেন।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status